ETV Bharat / bharat

তড়িঘড়ি দিল্লি পৌঁছলেন রাহুল, ভারত জোড়ো ন্যায় যাত্রা ফের 28 জানুয়ারি

author img

By PTI

Published : Jan 25, 2024, 6:59 PM IST

Rahul Gandhi reaches Delhi: দিল্লি ফিরে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবারই তাঁর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করে ৷ সেখানে একটি রোড শো করেন রাহুল ৷ এরপরই তড়িঘড়ি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন ৷

ETV Bharat
ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধি

নয়াদিল্লি, 25 জানুয়ারি: ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে দু'দিনের বিরতি নিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার সকালে এই যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করে ৷ পরে দুপুর নাগাদ তিনি রাজধানীতে চলে যান ৷ তবে কোচবিহারে একটি রোড-শো করেন রাহুল ৷ এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা আপাতত আলিপুরদুয়ারের ফালাকাটায় পৌঁছেছে ৷

এদিকে ভাঙন ধরেছে 'ইন্ডিয়া' জোটে ৷ বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়বে তৃণমূল ৷ কংগ্রেস অন্যায্য দাবি করছে ৷ তাই সেই দাবি মেনে আসন বণ্টন করা সম্ভব নয় ৷ এই আবহে রাহুলের নেতৃত্বে ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করে ৷

  • VIDEO | Congress leader Rahul Gandhi arrives in Delhi ahead of the Republic Day. The Bharat Jodo Nyay Yatra, led by him, has reached West Bengal and will resume after the Republic Day. pic.twitter.com/NrjZ0P5fAb

    — Press Trust of India (@PTI_News) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে যাত্রা কবে আরম্ভ হবে, তা নিয়ে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, "রাহুল গান্ধি হাঁসিমারায় সামরিক ঘাঁটি থেকে বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ তাঁর কিছু জরুরি প্রয়োজন রয়েছে ৷" তিনি আরও জানিয়েছেন, 28 জানুয়ারি আবার ভারত জোড়ো যাত্রা শুরু হবে ৷ শুভঙ্কর বলেন, "রাহুল গান্ধি আসবেন ৷ তারপর যাত্রা আরম্ভ হবে ৷" এদিকে বিকেল 5টা নাগাদ রাহুল গান্ধি গান্ধি দিল্লি এসে পৌঁছন ৷

28 তারিখ থেকে কংগ্রেসের এই যাত্রা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার মধ্যে দিয়ে যাবে ৷ 29 তারিখ বাংলা থেকে বিহারে প্রবেশ করবে ৷ পরে অবশ্য আবার 31 জানুয়ারি মালদা হয়ে ফের পশ্চিমবঙ্গে ঢুকবে ন্যায় যাত্রা ৷ সেখান কংগ্রেসের গড় মুর্শিদাবাদ হয়ে 1 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ এর আগে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন রাহুল গান্ধি ৷ 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হয়েছে ৷ 67 দিন ধরে 6 হাজার 713 কিমি রাস্তা অতিক্রম করার কথা রয়েছে ৷ এই যাত্রাপথে 15টি রাজ্যের 110টি জেলা থাকবে ৷ যাত্রা শেষ হবে 20 বা 21 মার্চ মুম্বইয়ে ৷

আরও পড়ুন:

  1. বাংলায় পৌঁছল ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস
  2. ভাঙন আরও স্পষ্ট, রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূলের বিক্ষোভ
  3. বাংলায় পৌঁছল ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস

নয়াদিল্লি, 25 জানুয়ারি: ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে দু'দিনের বিরতি নিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার সকালে এই যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করে ৷ পরে দুপুর নাগাদ তিনি রাজধানীতে চলে যান ৷ তবে কোচবিহারে একটি রোড-শো করেন রাহুল ৷ এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা আপাতত আলিপুরদুয়ারের ফালাকাটায় পৌঁছেছে ৷

এদিকে ভাঙন ধরেছে 'ইন্ডিয়া' জোটে ৷ বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়বে তৃণমূল ৷ কংগ্রেস অন্যায্য দাবি করছে ৷ তাই সেই দাবি মেনে আসন বণ্টন করা সম্ভব নয় ৷ এই আবহে রাহুলের নেতৃত্বে ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করে ৷

  • VIDEO | Congress leader Rahul Gandhi arrives in Delhi ahead of the Republic Day. The Bharat Jodo Nyay Yatra, led by him, has reached West Bengal and will resume after the Republic Day. pic.twitter.com/NrjZ0P5fAb

    — Press Trust of India (@PTI_News) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে যাত্রা কবে আরম্ভ হবে, তা নিয়ে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, "রাহুল গান্ধি হাঁসিমারায় সামরিক ঘাঁটি থেকে বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ তাঁর কিছু জরুরি প্রয়োজন রয়েছে ৷" তিনি আরও জানিয়েছেন, 28 জানুয়ারি আবার ভারত জোড়ো যাত্রা শুরু হবে ৷ শুভঙ্কর বলেন, "রাহুল গান্ধি আসবেন ৷ তারপর যাত্রা আরম্ভ হবে ৷" এদিকে বিকেল 5টা নাগাদ রাহুল গান্ধি গান্ধি দিল্লি এসে পৌঁছন ৷

28 তারিখ থেকে কংগ্রেসের এই যাত্রা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার মধ্যে দিয়ে যাবে ৷ 29 তারিখ বাংলা থেকে বিহারে প্রবেশ করবে ৷ পরে অবশ্য আবার 31 জানুয়ারি মালদা হয়ে ফের পশ্চিমবঙ্গে ঢুকবে ন্যায় যাত্রা ৷ সেখান কংগ্রেসের গড় মুর্শিদাবাদ হয়ে 1 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ এর আগে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন রাহুল গান্ধি ৷ 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হয়েছে ৷ 67 দিন ধরে 6 হাজার 713 কিমি রাস্তা অতিক্রম করার কথা রয়েছে ৷ এই যাত্রাপথে 15টি রাজ্যের 110টি জেলা থাকবে ৷ যাত্রা শেষ হবে 20 বা 21 মার্চ মুম্বইয়ে ৷

আরও পড়ুন:

  1. বাংলায় পৌঁছল ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস
  2. ভাঙন আরও স্পষ্ট, রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূলের বিক্ষোভ
  3. বাংলায় পৌঁছল ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.