ETV Bharat / bharat

মেডিক্যাল কলেজের সংখ্যা বৃদ্ধির ঘোষণা, হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে কমিটি গড়ার কথা জানালেন নির্মলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 1:43 PM IST

Budget 2024: বৃহস্পতিবার লোকসভায় 2024-25 অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই বাজেটে তিনি জানিয়েছেন, কেন্দ্রের সরকার আরও মেডিক্যাল কলেজ তৈরি করতে চায় ৷ এর জন্য হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে কমিটি গড়ার কথাও তিনি বলেন ৷

Budget 2024
Budget 2024

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: হাসপাতালগুলির বর্তমান পরিকাঠামোকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার আরও অনেক মেডিক্যাল কলেজ তৈরি করতে চায় ৷ বৃহস্পতিবার 2024-25 আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই নিয়ে তিনি আরও জানান, এই বিষয়ে একটি কমিটি তৈরি করা হবে ৷ কমিটিই পুরো বিষয়টি খতিয়ে দেখবে ৷

এ দিন লোকসভায় দাঁড়িয়ে নির্মলা সীতারমন বলেন, "অনেক যুবা ডাক্তার হিসাবে যোগ্যতা অর্জনের জন্য উচ্চাকাঙ্ক্ষী । তাঁরা উন্নত স্বাস্থ্যসেবা পরিষেবার মাধ্যমে আমাদের জনগণকে সেবা করতে চান । আমাদের সরকার বিভিন্ন বিভাগের অধীনে বিদ্যমান হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে আরও মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা করছে । সমস্যাগুলি পরীক্ষা করে প্রাসঙ্গিক সুপারিশ করতে একটি কমিটি গঠন করা হবে ।"

তিনি আরও জানান, যে সার্ভাইকাল ক্যানসার রুখতে 9 থেকে 14 বছর বয়সী বালিকা ও কিশোরীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টিকেও উৎসাহিত করবে সরকার ৷ এছাড়া মা ও শিশুদের স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের জন্য একটি ব্যাপক কর্মসূচির আওতায় আনা হবে বলেও তিনি জানান ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান, ইমিউন ইন্দ্রধনুষের টিকা পরিচালনার জন্য নতুন ডিজাইন করা ইউ-উইন প্ল্যাটফর্ম এবং মিশন ইন্দ্রধনুষ দ্রুত সারা দেশে ব্যাপকভাবে চালু করা হবে ৷ সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আপগ্রেডেশন করা হবে ৷ যাতে উন্নত পুষ্টি সরবরাহ, শৈশবকালীন যত্ন ও বিকাশের কাজকে আরও ত্বরান্বিত করা যায় ৷ আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে নিয়ে আসার কথাও ঘোষণা করেছেন তিনি ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
  2. 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে দেশে খাদ্য নিয়ে উদ্বেগ দূর করেছে কেন্দ্র: নির্মলা
  3. গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: হাসপাতালগুলির বর্তমান পরিকাঠামোকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার আরও অনেক মেডিক্যাল কলেজ তৈরি করতে চায় ৷ বৃহস্পতিবার 2024-25 আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই নিয়ে তিনি আরও জানান, এই বিষয়ে একটি কমিটি তৈরি করা হবে ৷ কমিটিই পুরো বিষয়টি খতিয়ে দেখবে ৷

এ দিন লোকসভায় দাঁড়িয়ে নির্মলা সীতারমন বলেন, "অনেক যুবা ডাক্তার হিসাবে যোগ্যতা অর্জনের জন্য উচ্চাকাঙ্ক্ষী । তাঁরা উন্নত স্বাস্থ্যসেবা পরিষেবার মাধ্যমে আমাদের জনগণকে সেবা করতে চান । আমাদের সরকার বিভিন্ন বিভাগের অধীনে বিদ্যমান হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে আরও মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা করছে । সমস্যাগুলি পরীক্ষা করে প্রাসঙ্গিক সুপারিশ করতে একটি কমিটি গঠন করা হবে ।"

তিনি আরও জানান, যে সার্ভাইকাল ক্যানসার রুখতে 9 থেকে 14 বছর বয়সী বালিকা ও কিশোরীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টিকেও উৎসাহিত করবে সরকার ৷ এছাড়া মা ও শিশুদের স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের জন্য একটি ব্যাপক কর্মসূচির আওতায় আনা হবে বলেও তিনি জানান ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান, ইমিউন ইন্দ্রধনুষের টিকা পরিচালনার জন্য নতুন ডিজাইন করা ইউ-উইন প্ল্যাটফর্ম এবং মিশন ইন্দ্রধনুষ দ্রুত সারা দেশে ব্যাপকভাবে চালু করা হবে ৷ সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আপগ্রেডেশন করা হবে ৷ যাতে উন্নত পুষ্টি সরবরাহ, শৈশবকালীন যত্ন ও বিকাশের কাজকে আরও ত্বরান্বিত করা যায় ৷ আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে নিয়ে আসার কথাও ঘোষণা করেছেন তিনি ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
  2. 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে দেশে খাদ্য নিয়ে উদ্বেগ দূর করেছে কেন্দ্র: নির্মলা
  3. গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.