ETV Bharat / bharat

গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 12:18 PM IST

Updated : Feb 1, 2024, 1:06 PM IST

Budget 2024: বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তিনি জানিয়েছেন, সারা দেশে গ্রামীণ আবাসন প্রকল্পে তিন কোটি বাড়ি তৈরি হয়েছে ৷ আগামী পাঁচ বছরে এই প্রকল্পের আরও দু’কোটি বাড়ি তৈরি হবে ৷

Budget 2024
Budget 2024

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: সারাদেশে গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে তিন কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারত সরকার ৷ আগামী পাঁচ বছরে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে ৷ বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।

জানুয়ারির শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের (পিএম-জনমান) অধীনে একটি গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে এক লাখ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন ৷ এর পরিমাণ ছিল 540 কোটি টাকা ৷

তিনি উল্লেখ করেন যে এই লক্ষ্যমাত্রা পূরণ করার সময়ের মধ্যে কোভিড অতিমারীর সময়কালও রয়েছে ৷ সেই সময়ও এই প্রকল্পে নিরলস কাজ চালিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "COVID-19-এর কারণে আসা চ্যালেঞ্জ সত্ত্বেও, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) বাস্তবায়ন অব্যাহত ছিল এবং আমরা তিন কোটি বাড়ির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি ।" এর পরই তিনি পরবর্তী পাঁচ বছরের লক্ষ্যের কথা জানান ৷ তিনি বলেন, "পরিবারের সংখ্যা বৃদ্ধির ফলে তৈরি হওয়া প্রয়োজনীয়তা মেটাতে আগামী পাঁচ বছরে আরও দুই কোটি ঘর তৈরি করা হবে ৷"

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) দেশের গ্রামীণ দরিদ্রদের জন্য আবাসন প্রদানের জন্য একটি সামাজিক কল্যাণমূলক কর্মসূচি । এই প্রকল্পের অধীনে সমতল এলাকায় 1.20 লক্ষ টাকা ও পাহাড়ী এলাকায় 1.30 লক্ষ টাকা সাহায্য দেওয়া হয় । প্রকল্পের 60 শতাংশ খরচ কেন্দ্রীয় সরকার করে৷ আর বাকি 40 শতাংশ অর্থ দেয় রাজ্য সরকার ৷

এছাড়া এ দিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন বলেন, ‘‘বিনিয়োগের চাহিদা মেটাতে সরকার আর্থিক ক্ষেত্রকে তার আকার, সক্ষমতা, দক্ষতা ও নিয়ন্ত্রক কাঠামোর ভিত্তিতে প্রস্তুত করবে । সরকার দেশের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ এবং আরও সম্পদ-দক্ষ অর্থনৈতিক বৃদ্ধি সহজ করবে ।’’

ভারত 2023 সালের সেপ্টেম্বরে জি20 শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল ৷ এ দিনের বাজেট বক্তৃতায় সেই প্রসঙ্গও উঠে এসেছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে জানান, জি20 শীর্ষ সম্মেলনের আয়োজক হিসাবে ভারত এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে ৷ সারা বিশ্ব যে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্য একটি ঐকমত্য তৈরি করেছে ।

গতকাল, বুধবার সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন ৷ প্রথামাফিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে এই অধিবেশন শুরু হয় ৷ বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই বছর লোকসভা নির্বাচন রয়েছে ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকারের তরফে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে ৷ লোকসভা ভোটের পর যখন পরবর্তী সরকার গঠিত হবে, তখন পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে কেন্দ্রের তরফে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. বাজেট পেশের আগেই বড় ধাক্কা, বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
  2. সরাসরি: অন্তর্বর্তী বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা সীতারামনের
  3. মোরারজি দেশাইয়ের রেকর্ড ছোঁয়ার পথে নির্মলা, কোন অর্থমন্ত্রীরা বাজেটই পেশ করতে পারেননি ?
Last Updated : Feb 1, 2024, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.