ETV Bharat / bharat

'লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কোনও জোটে যাবে না আপ', স্পষ্ট বার্তা ভগবত মানের

author img

By PTI

Published : Jan 24, 2024, 10:15 PM IST

AAP will not enter alliance with Congress: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল একলা চলবে ঠিক তখনই দেশের অন্যপ্রান্তে বসে আরও এক বিরোধী মুখ্যমন্ত্রী ভগবত মানও সাফ জানিয়ে দিয়েছেন, আপ-এর সঙ্গে কোনও রকম জোট সেখানে হবে না ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, "লোকসভা নির্বাচনে পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোটে যাবে না আপ ৷"

Etv Bharat
Etv Bharat

চণ্ডীগড়, 24 জানুয়ারি: ইন্ডিয়া জোটের কফিনে শেষ পেড়েকটা কি আম আদমি পার্টিই মারল ? সকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল একলা চলবে ঠিক তখনই দেশের অন্যপ্রান্তে বসে আরও এক বিরোধী মুখ্যমন্ত্রী ভগবত মানও সাফ জানিয়ে দিয়েছেন, আপ-এর সঙ্গে কোনও রকম জোট সেখানে হবে না ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, "লোকসভা নির্বাচনে পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোটে যাবে না আপ ৷"

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বুধবার শিরোমণি অকালি দল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, "আপ জাতপাতের রাজনীতিতে লিপ্ত হয় না।" রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানের জন্য রাজ্যের লোকদের অযোধ্যায় যাওয়ার অনুমতি দেওয়ার জন্য গত 22 জানুয়ারি (সোমবার) সরকারি ছুটি ঘোষণা না করার জন্য শিরোমণি অকালি দল (এসএডি) এবং বিজেপি পঞ্জাব সরকারকে বিঁধেছিল ৷ তার প্রতিক্রিয়ায় ভগবত মানও পালটা আক্রমণ করেন। এটিকে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় বলে অভিহিত করে ভগবত মান বলেন, "আপ জাতপাতের রাজনীতি করে না।" তাঁর মোবাইল ফোনের দিকে ইঙ্গিত করে, মান আরও বলেন, "যে কেউ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পারতেন। লাইভ টেলিকাস্ট দেখার জন্য ছুটির প্রয়োজন ছিল না ৷"

তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পরিপ্রেক্ষিতে স্কুলগুলিতে ছুটি দিয়েছি। সোমবার অযোধ্যা মন্দিরে নতুন রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে অনুষ্ঠিত ঐতিহাসিক ইভেন্টের অংশ হয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িতে এবং আশেপাশের মন্দিরগুলিতে টেলিভিশনে 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান দেখেছিল।" মান আরও বলেন, "পঞ্জাবে সামাজিক বন্ধন খুবই শক্তিশালী।" তিনি দাবি করেছেন যে, শিরোমণি আকালি দল নির্বাচনে হেরে যাওয়ার পরে নিজেকে একটি আঞ্চলিক দল এবং "পন্থ" দল বলতে শুরু করেছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী শিরোমণি আকালি দলকে তাদের নির্বাচনী প্রতীককে প্রথম শিখ গুরু নানক দেবের দাঁড়িপাল্লার সঙ্গে সমান করার অভিযোগে তীব্র নিন্দাও করেন ৷ দলের নেতা হরসিমরত কৌর বাদলের একটি সাম্প্রতিক বিবৃতির কথা উল্লেখ করে আক্রমণ শানিয়েছেন মান।

শিরোমণি আকালি দলের নির্বাচনী প্রতীক একটি ওজন মাপকাঠি। প্রতীকটি গুরু নানক দেবের সাথেও যুক্ত। বাতিন্দার সাংসদ বাদল সম্প্রতি বলেছিলেন, "আমাদের জন্য, এই 'টক্কাদি (শিরোমণি আকালি দলের নির্বাচনী প্রতীক)' গুরু নানক সাহেবের 'টক্কাদি (আঁশ)' থেকে কম গুরুত্বপূর্ণ নয়।" মান এই বিষয়ে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রধান এবং অকাল তখতের জথেদারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন।

(পিটিআই)

আরও পড়ুন

  1. 'ন্যায় যাত্রা ব্যাহত করার চেষ্টা', রাহুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশে ক্ষুব্ধ গেহলত
  2. নাতি রোহিতকে তলব ইডি'র, প্রতিবাদে সরব শরদের এনসিপি
  3. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার

চণ্ডীগড়, 24 জানুয়ারি: ইন্ডিয়া জোটের কফিনে শেষ পেড়েকটা কি আম আদমি পার্টিই মারল ? সকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল একলা চলবে ঠিক তখনই দেশের অন্যপ্রান্তে বসে আরও এক বিরোধী মুখ্যমন্ত্রী ভগবত মানও সাফ জানিয়ে দিয়েছেন, আপ-এর সঙ্গে কোনও রকম জোট সেখানে হবে না ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, "লোকসভা নির্বাচনে পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোটে যাবে না আপ ৷"

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বুধবার শিরোমণি অকালি দল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, "আপ জাতপাতের রাজনীতিতে লিপ্ত হয় না।" রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানের জন্য রাজ্যের লোকদের অযোধ্যায় যাওয়ার অনুমতি দেওয়ার জন্য গত 22 জানুয়ারি (সোমবার) সরকারি ছুটি ঘোষণা না করার জন্য শিরোমণি অকালি দল (এসএডি) এবং বিজেপি পঞ্জাব সরকারকে বিঁধেছিল ৷ তার প্রতিক্রিয়ায় ভগবত মানও পালটা আক্রমণ করেন। এটিকে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় বলে অভিহিত করে ভগবত মান বলেন, "আপ জাতপাতের রাজনীতি করে না।" তাঁর মোবাইল ফোনের দিকে ইঙ্গিত করে, মান আরও বলেন, "যে কেউ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পারতেন। লাইভ টেলিকাস্ট দেখার জন্য ছুটির প্রয়োজন ছিল না ৷"

তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পরিপ্রেক্ষিতে স্কুলগুলিতে ছুটি দিয়েছি। সোমবার অযোধ্যা মন্দিরে নতুন রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে অনুষ্ঠিত ঐতিহাসিক ইভেন্টের অংশ হয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িতে এবং আশেপাশের মন্দিরগুলিতে টেলিভিশনে 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান দেখেছিল।" মান আরও বলেন, "পঞ্জাবে সামাজিক বন্ধন খুবই শক্তিশালী।" তিনি দাবি করেছেন যে, শিরোমণি আকালি দল নির্বাচনে হেরে যাওয়ার পরে নিজেকে একটি আঞ্চলিক দল এবং "পন্থ" দল বলতে শুরু করেছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী শিরোমণি আকালি দলকে তাদের নির্বাচনী প্রতীককে প্রথম শিখ গুরু নানক দেবের দাঁড়িপাল্লার সঙ্গে সমান করার অভিযোগে তীব্র নিন্দাও করেন ৷ দলের নেতা হরসিমরত কৌর বাদলের একটি সাম্প্রতিক বিবৃতির কথা উল্লেখ করে আক্রমণ শানিয়েছেন মান।

শিরোমণি আকালি দলের নির্বাচনী প্রতীক একটি ওজন মাপকাঠি। প্রতীকটি গুরু নানক দেবের সাথেও যুক্ত। বাতিন্দার সাংসদ বাদল সম্প্রতি বলেছিলেন, "আমাদের জন্য, এই 'টক্কাদি (শিরোমণি আকালি দলের নির্বাচনী প্রতীক)' গুরু নানক সাহেবের 'টক্কাদি (আঁশ)' থেকে কম গুরুত্বপূর্ণ নয়।" মান এই বিষয়ে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রধান এবং অকাল তখতের জথেদারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন।

(পিটিআই)

আরও পড়ুন

  1. 'ন্যায় যাত্রা ব্যাহত করার চেষ্টা', রাহুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশে ক্ষুব্ধ গেহলত
  2. নাতি রোহিতকে তলব ইডি'র, প্রতিবাদে সরব শরদের এনসিপি
  3. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.