ETV Bharat / bharat

বুধে কোন কোন রাশির সাফল্য হাতের মুঠোয় জেনে নিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 6:10 AM IST

Daily Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল

মেষ: আজ দিনটি খুব কঠিন ভাবে শুরু হবে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতেই আপনার দক্ষতাগুলি পরীক্ষিত হয়। সন্ধ্যাবেলায়, আপনার অসাধারণ কার্যকলাপের জন্য অনেকের প্রশংসা পাবেন। আপনার প্রেম জীবনে কোনও সমস্যা নেই ৷ বাকি থাকা কথাবার্তাগুলির ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য, আপনার শক্তিকে ব্যবহার করতে হবে। এছাড়াও আপনার মস্তিষ্ক আজ প্রখর থাকবে। আপনি সহজে ক্লান্ত বোধ করবেন না।

বৃষ: চিন্তার কারণ ও উদ্বেগের বিষয়গুলি আপনার দরজায় কড়া নাড়তে পারে ৷ আপনার আর্থিক বাধা অত্যধিক পরিমাণে দেখা দেবে। আপনি কৌতুহলী হয়ে উঠবেন । আপনার উপর যে গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, তাও আপনি উপভোগ করবেন। আপনি যদিও এমনিতে উপকারী, আপনার আত্মকেন্দ্রিক মনোভাব আপনার প্রিয়জনের ভালো নাও লাগতে পারে ৷ সম্পর্কের ক্ষেত্রে, আপনাকে উদারমনা হতে হবে। আপনার কার্যকারিতা আজ বৃদ্ধি পাবে।

মিথুন: আজ একটি কর্মব্যস্ত এবং কঠিন দিন। আপনার শক্তি ও উদ্যমকে কিভাবে সব থেকে ভালো কাজে লাগানো যায়, তা নিয়ে চিন্তা করেই আপনি সারাদিন কাটিয়ে দেবেন। আজ আপনার মেজাজ খুব বেশি ওঠানামা করতে পারে। মন শান্ত রাখার জন্য ধ্যান করলে সাহায্য হতে পারে। আপনি সবার মনোযোগের কেন্দ্রবিন্দু ৷ আপনি ও আপনার প্রিয়তম আদর্শ দম্পতি। আপনার প্রেমাষ্পদের কাছেও আপনি প্রিয় হয়ে উঠবেন ৷ আপনার চুম্বকের মত আকর্ষণ শক্তির কারণে যিনি আপনার সঙ্গে আঠার মত আটকে থাকবেন।

কর্কট: ব্যবসা সূত্রে পরিচিত ব্যক্তিরা আপনার জন্য এমন ভাবে এগিয়ে আসবেন, যে সেটি দৈবযোগ বলেই মনে হবে। এর অর্থ হল, আপনার গলা গিলোটিনে কাটা যাওয়ার থেকে তারাই বাঁচাবেন। আজ দিনটি আপনারই। আপনার ফটোগ্রাফিক স্মৃতিশক্তি আপনাকে অফিসে মনোযোগের কেন্দ্রবিন্দু করে তুলবে। জটিল গণনা আপনার কাছে বালখিল্য বিষয় ৷ আপনার বুদ্ধিদীপ্ত স্থির এবং ধারালো মনোভাব, সবার মনোযোগ আকর্ষণ করবে।

সিংহ: নিজের কাজ দিয়ে লোকজনকে অনুপ্রাণিত করা একটি উপায় ৷ নক্ষত্রের সাহায্যে, আজ আপনার কাজের থেকে আপনার কথার দাম বেশি ৷ আপনি আপনার উপস্থাপনের দক্ষতার সম্পূর্ণ সদ্ব্যবহার করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হবেন না। আজ আপনার এত লাভ হবে যে, আপনি কর গুণে শেষ করতে পারবেন না। যদিও, লোকের ওপর কর্তৃত্ব ফলানো এড়িয়ে চলুন।

কন্যা: আপনার দিকে যে আর্থিক সমস্যাগুলি আসবে তা সমাধন করতে পারেবেন । আপনি এই সমস্যা সমাধানের জন্য অভিনব ধারণা ও উন্নত পদ্ধতি খুঁজে বের করবেন। আজ যেহেতু আপনার মাথা খুবই সক্রিয় এবং যৌক্তিক থাকবে ৷ আপনি সব পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন। কোনও ব্যবসায়িক উদ্যোগ নিয়ে কাজ করা ও তার আর্থিক দিকটির জন্য প্রস্তুত হওয়ার একটি ভালো সময়।

তুলা: আপনি আজ কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা ও দক্ষতা প্রদর্শন করবেন ৷ লোকজনকে মুগ্ধ করবেন। চারুকলা ও শৈল্পিক বিষয় সম্বন্ধে আপনার মধ্যে ভালোবাসা তৈরি হবে ৷ অসাধারণ সফটওয়্যার ডিজাইন করার জন্য সঠিক মানসিকতা আপনার থাকবে ৷ ঠিক যখন আপনি সেটি শেষ করে আনছেন, আপনাকে হয়তো পরিকল্পনা করতে বা বিদেশের কর্মরত সহকর্মীদের ফোন করতে ব্যস্ত হয়ে পড়তে হবে।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে চাপ সামলানোর ক্ষমতা আপনার আছে ৷ আজ আপনার উপরে প্রচুর কাজের চাপ পড়বে। দিনের শেষে, যোগাসন, ধ্যান বা হালকা গান শোনা জাতীয় কার্যকলাপ করার চেষ্টা করুন, যাতে মানসিক চাপ থেকে মুক্তি পান। সকালবেলা আপনি খুবই মনমরা এবং অবসন্ন বোধ করবেন। তা সত্বেও নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন, নাহলে আপনার স্বাস্থ্যের উপর তার বিরূপ প্রভাব পড়বে।

ধনু: হঠাৎ করে আপনি আবিষ্কার করবেন যে, আপনি পরিবারের প্রতি খুবই একনিষ্ঠ। সন্তানদের প্রতি আপনার ভালোবাসা ও স্নেহ প্রকাশ করতে পেরে আপনার সন্তুষ্টি হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটান ৷ আপনার সঙ্গীর সঙ্গে তর্ক করার কোনও ইচ্ছাই থাকবে না ৷ কাজেই তিনি যা বলবেন তাতেই আপনি সহমত প্রকাশ করবেন। আপনার আবেগ হয়ত আপনাকে অন্যদের জন্য অনেক কিছু করতে প্ররোচিত করবে ৷

মকর: আজ সেইরকমই একটি একঘেয়ে দিন, যেদিন কোনও ক্ষেত্রেই কিছুই ঘটে না। কিন্তু হতাশ হয়ে পড়বেন না, গ্রহের অবস্থান এই ইঙ্গিত দিচ্ছে যে, শীঘ্রই পরিবর্তন আসতে চলেছে, এবং সম্ভবত ভালোর দিকে। কাজেই আত্মবিশ্বাস ধরে রাখুন এবং আগামিকালের অপেক্ষায় থাকুন। সঙ্গীর সঙ্গে আপনার মতামত ও দৃষ্টিভঙ্গি যা জীবনযাপনের ধারণার পার্থক্য দেখা দিতে পারে। আপনার প্রিয়জনকে বোঝা এবং কিছু আকর্ষণীয় বিষয় শেখা আপনার চাপ সামলাতে সাহায্য করবে।

কুম্ভ: আজ আপনি লক্ষ্যভেদ করবেন। ছোট থেকে বড়, আপনার সকল পরিকল্পনাই বাস্তবে পরিণত হবে। আপনার রাস্তায় কোনও বাধা এলে হতাশ হয়ে পড়বেন না ৷ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং তাতে জয়ী হওয়ার জন্য আপনি সম্পূর্ণ প্রস্তুত। সমস্ত শক্তি নিয়ে এগিয়ে যান, আপনি অবশ্যই সফল হবেন। যদিও, এই আপাত কঠিন দিনটি ইতিবাচকভাবে শেষ হবে, কেননা আপনার সঙ্গীর সাথে দেখা হবে এবং একসাথে শান্ত সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করবেন।

মীন: আপনার গ্রহের অবস্থান অনুকূলে নেই, ফলে, আজকে নতুন কোনও প্রকল্প শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ শুরু করা কোনও প্রকল্প থেকে যে সুবিধাগুলো পাবেন, তা এর সঙ্গে সংযুক্ত ঝুঁকির তুলনায় অনেকই কম। ব্যবসায়ীদের সকল লেনদেনের বিষয়েই অতিরিক্ত সতর্ক থাকতে হবে। সন্ধ্যা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনি বাড়ি ফেরা এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য অধৈর্য হয়ে পড়বেন। আজ ভালো উপার্জনের সম্ভাবনার ইঙ্গিত নেই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.