Sourav Ganguly গলায় লাল সিং চাড্ডা স্তুতি, সেনকোর নয়া কমার্শিয়ালে আলিবাবার অবতারে সৌরভ

By

Published : Aug 26, 2022, 10:45 PM IST

thumbnail

একই অঙ্গে এত রূপ ৷ ক্রিকেট প্রশাসকের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) সঞ্চালনা, কমার্শিয়ালে অভিনয় করতে দেখে মান্না দের এই গানের লাইন মনে পড়তে বাধ্য অনুরাগীদের ৷ বিসিসিআই সভাপতির নামে ব্র্যান্ড এনডোর্সমেন্টও নেহাত কম নেই ৷ সেই ব্র্যান্ডেরই অন্যতম একটি প্রথমসারির গয়না বিপণী সংস্থা সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস (Senco Gold and Diamonds) ৷ সংস্থার নয়া কমার্শিয়ালে এবার নয়া অবতারে মহারাজ ৷ শুক্রবার শহরের পাঁচতারা হোটেলে এক সাংবাদিক সম্মেলনে সেনকো গোল্ডের নয়া বিজ্ঞাপনে আলিবাবার চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে লাল সিং চাড্ডার প্রসঙ্গও উঠে এল সৌরভের কথায় ৷ সিনেমহলে প্রবল সমালোচিত হওয়া এবং বক্স অফিসে মুখ থুবড়ে পড়া আমির খানের ছবি তাঁর দারুণ লেগেছে বলেই জানালেন প্রিন্স অফ ক্যালকাটা (Sourav Ganguly praises Aamir Khan starrer Laal Singh Chaddha) ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.