Youth jumps off bridge in Jalpaiguri : প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, পরিবারের সবাইকে ভিডিয়ো কল করে নদীতে ঝাঁপ যুবকের

By

Published : Dec 6, 2021, 2:25 PM IST

thumbnail

পরিবারের সবাইকে ভিডিয়ো কনফারেন্সে কল করে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দিলেন এক যুবক (youth jumps off bridge into tista river) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে । গতকাল রাতে ধীরাজ প্রজাপতি নামে ওই যুবক নদীতে ঝাঁপ দেন বলে দাবি পরিবারের । সকাল থেকে তিস্তা নদীতে ওই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীরা । নিখোঁজ যুবকের বয়স 29 বছর ৷ বাড়ি জলপাইগুড়ি রানিনগরে হলেও আদি বাড়ি মহারাষ্ট্রে । গতকাল রাত 12টা নাগাদ ধীরাজ বাড়ির সবাইকে ভিডিয়ো কল করে নদীতে ঝাঁপ দেন (youth jumps off bridge into tista river during video call) । ধীরাজের প্রেমিকাও ভিডিয়ো কলে ছিলেন ৷ ভাই কেন এমন পদক্ষেপ নিল তা বুঝতে পারছেন না ধীরাজের দাদা তথা বিএসএফ জওয়ান মনোজ প্রজাপতি ৷ তবে মনে করা হচ্ছে প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জন্য এই ঘটনা ঘটেছে ৷ ঘটনাস্থলে রয়েছে কোতোয়ালি থানার পুলিশ । ডুবুরি নামিয়ে যুবকের খোঁজ চলছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.