প্রধানমন্ত্রী নয়, চা-ওয়ালার কিশোর কুমার হওয়ার গল্প

By

Published : May 14, 2019, 8:57 PM IST

Updated : May 14, 2019, 11:05 PM IST

thumbnail

এলাকার প্রিয় পল্টনদা । গানের জন্য কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই । তবে কিশোর কুমার তাঁর কাছে ভগবান । ঘরে 6 টি পেট । সংসার চালাতে সীতারাম ঘোষ স্ট্রিট, নবীন পাল লেন, বেনিয়াটোলা লেনের সংযোগস্থানে চা বিক্রি করেন পল্টন নাগ। কখনও "সিং নেই তবু নাম তার সিংহ", কখনও আবার "কোই হামদম না রাহা" । বিভিন্ন অনুষ্ঠানেও ডাক পড়ে পল্টনদার । গেছেন রিয়ালিটি শোতেও । গান শুনে পল্টনদার প্রশংসা না করে পারেননি সৌরভ গাঙ্গুলি । বড় ইচ্ছে ছিল প্লেব্যাক সিংগার হওয়ার । অর্থনৈতিক কারণে হয়ে উঠতে পারেননি । তাতে কী ? আজও গেয়ে চলেন কিশোর কুমারের গান । লোকে বলে, "পল্টনদার দোকানেই রোজ আসেন কিশোর কুমার।"

Last Updated : May 14, 2019, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.