বাটির আকারের খালিফা 2022 বিশ্বকাপের অপেক্ষায়

By

Published : Jul 17, 2020, 10:44 PM IST

thumbnail

1976 সালে প্রথম গল্ফ কাপের জন্য খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি তৈরি করা হয় ৷ কাতারের ক্রীড়াক্ষেত্রের হৃদয় নামেও পরিচিত এই স্টেডিয়াম ৷ 1992 সালে দ্বিতীয় আরবিয়ান গল্ফ কাপের আয়োজন হয়েছিল এই ঐতিহাসিক স্টেডিয়ামেই ৷ ব্রাজ়িল, আর্জেন্টিনা,ও ইংল্যান্ডের মতো প্রথম সারির দল খেলে গেছে খালিফা স্টেডিয়ামে ৷ AFCএশিয়ান কাপ ও FIFA ক্লাব বিশ্বকাপের আসরও বসেছিল এই স্টেডিয়ামে ৷ খালিফার নতুন ডিজ়াইন প্রথম সামনে আসে 2014 সালের নভেম্বরে ৷ বাটির আকারের এই স্টেডিয়ামে একসঙ্গে 48 হাজার লোক খেলা দেখতে পারেন ৷ তবে 2022 ফুটবল বিশ্বকাপে 40 হাজার আসনই থাকবে ৷ স্টেডিয়ামের সর্বোচ্চ বিন্দুটি মাটি থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.