Tempo Overturns in Uttarakhand: উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে উলটে নীচে টেম্পো, দেখুন ভিডিয়ো

By

Published : Jul 18, 2023, 1:58 PM IST

thumbnail

বৃষ্টির জেরে পাহাড়ে ধস ৷ রাস্তার উপর থেকে নীচে উলটে গেল টেম্পো ৷ সেটি গড়াতে গড়াতে গিয়ে পড়ল নদীর কাছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখাণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী এলাকায় ৷ বৃষ্টির কারণে গঙ্গোত্রী জাতীয় সড়কে ধস নেমেছে ৷ মানেরি ড্যাম এবং সাইঞ্জের কাছে রাস্তা বন্ধ রয়েছে । মঙ্গলবার সকালে মানেরি ড্যামের কাছে ধসের জেরে টেম্পোটি উলটে রাস্তার উপর থেকে নীচে পড়ে যায় । গাড়ি থেকে কোনরকমে নেমে নিজের প্রাণ বাঁচান চালক ।  

অন্যদিকে যমুনোত্রী জাতীয় সড়কও বন্ধ রয়েছে ৷ গঙ্গোত্রী ও যমুনোত্রী জাতীয় সড়ক বন্ধ থাকায় সমস্যায় পড়েছে চারধাম যাত্রী-সহ স্থানীয় লোকজন । বিপুল সংখ্যক চারধাম যাত্রী রাস্তায় আটকে পড়েছে বলে খবর । রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিশেষত পড়ুয়ারা স্কুল যেতে পারছে না । দ্রুত ধস সরিয়ে রাস্তা খোলার কাছ করছে প্রশাসন ৷  

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে উত্তরকাশীতে অবিরাম বৃষ্টি হচ্ছে ৷ যার জেরে ধস নেমে যমুনোত্রী ও গঙ্গোত্রী জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে । বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন,  গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়কের রাস্তা পরিষ্কার করতে বিআরও এবং এনএইচ মেশিনগুলি কাজে লাগানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.