G20 Summit in Delhi: সেজে উঠেছে ভারত মণ্ডপম, রাষ্ট্রপতির গালা ডিনারে চাঁদের হাট; দেখে নিন ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 10:23 PM IST

thumbnail

ভারত বলে, বসুধৈব কুটুম্বকম ৷ অর্থাৎ এক পৃথিবী, এক পরিবার ৷ তার সঙ্গেই জুড়েছে এক ভবিষ্যৎ ৷ দেশে অনুষ্টিত মেগা ইভেন্টের ঐক্যের সুর এটিই ৷ জি20 সম্মেলনে সেটাই ধ্বনিত হচ্ছে প্রতিক্ষণে ৷ শনিবার রাতে অতিথিদের সম্মানে গালা ডিনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মুর্মু ৷ বিশ্বের তাবড় তাবড় নেতাদের অভ্যর্থনা জানাতে সেজে উঠেছে ভারত মণ্ডপম ৷ সন্ধ্যা থেকেই অতিথি-অভ্যাগতদের আপ্যায়ন করেছেন দ্রৌপদী মুর্মু ও নরেন্দ্র মোদি ৷ দেশের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানের পেছনের ছবিতে জ্বলজ্বল করলে নালন্দা ৷ বিহারের এই বিশ্ববিদ্যালয় নালন্দার হেরিটেজ সাইট ৷ ধ্বংস হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম পুরনো শিক্ষাপ্রতিষ্ঠান ৷ তার সামনে দাঁড়িয়ে শুধু কুশল বিনিময়ই নয়, রাষ্ট্রনেতাদের বিশ্বের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে নালন্দা’র অবদানও ব্যখ্যা করলেন প্রধানমন্ত্রী ৷ এই সম্মেলনে আমন্ত্রিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বিশ্বের তাবড় রাষ্ট্রনায়ক, আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা ৷ মেগা অনুষ্ঠানে বৈঠকের পাশাপাশি ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রদর্শনীশালারও ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.