MP Shatabdi Roy: জি20 সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ বীরভূমের সাংসদ শতাব্দীর

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 5:38 PM IST

thumbnail

"প্রধানমন্ত্রী নিজেকে এক্সপোজ করতে ভালোবাসেন । এটাই পারফেক্ট সুযোগ । উনি প্রচার ভালোবাসেন। উনি নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকেও ডাকেন না । তাই ওনার থেকে বিরোধীদের প্রতি সম্মান আশা করা যায় না ৷" জি-20 সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় । শনিবার দুর্গাপুরের ঝাঁঝরা কোলিয়াড়ি এলাকার একটি প্রতিবাদ সভায় যোগ দিতে এসে এভাবেই দেশের মাটিতে জি20 সম্মেলন আয়োজনকে কটাক্ষ করলেন বীরভূমের সাংসদ ৷  

এই সভা থেকে রাষ্ট্রায়ত্ত কয়লাখনির বেসরকারিকরণ প্রসঙ্গে শতাব্দী বলেন, "কয়লাখনি বেসরকারিকরণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।" যদি প্রকৃত কারণ দেখিয়ে বেসরকারিকরন করেন তা আলাদা, কিন্তু যদি নিজেদের মনোমত বন্ধু ব্যবসায়ীদের হাতে লাভজনক রাষ্ট্রায়ত্ত কয়লাখনি তুলে দেওয়া হয় আমরা তার জন্য বিরোধিতা করছি ।" রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডকে বেসরকারিকরণ করার নীতির বিরুদ্ধে আজ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও লড়াই কর্মসূচি শুরু হল। এই প্রতিবাদ কর্মসূচি থেকে তিনি উল্লেখ করেন, মানুষ তৃণমূলের উপর ভরসা রেখেছে ৷ তার প্রমাণ মিলেছে নির্বাচনে মা-মাটি-সরকারের জয় ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.