Hooghly Child's Record: ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে একরত্তির অধিষ্ঠাত্রী

By

Published : Jan 2, 2023, 11:03 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

আড়াই বছর বয়সে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম তুলেছে অধিষ্ঠাত্রী বিশ্বাস। এক নিমেষেই এ টু জেড (A to Z) পর্যন্ত গাড়ি কোম্পানির নাম বলে দিতে পারে। বাড়ি চুঁচুড়ার দত্তবাগানে। এর আগে দু'বছর বয়সে ইন্ডিয়ানস ওয়ার্ল্ডেও নাম উঠেছিল তার। বয়স মাত্র দু'বছর ন'মাস । এখনও স্কুল গণ্ডিতে প্রবেশ করেনি। অথচ কঠিন ইংরেজি শব্দ আদো আদো গলায় বলে দিতে পারে। বাবা অভিজিৎ বিশ্বাস অধ্যাপক ৷ মা গৃহ শিক্ষিকা। মা খেলার ছলে বিভিন্ন গাড়ির কোম্পানির নাম, প্রাণী ও গাছের বিজ্ঞানসম্মত নাম-সহ একাধিক জিনিস শেখান। অধিষ্ঠাত্রী 100টি জিকেও (GK) বলতে পারে কয়েক মিনিটের মধ্যেই । গত বছর নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড থেকে এ থেকে জেড পর্যন্ত গাড়ির কোম্পানির নাম দু'মিনিটের মধ্যে বলে দিতে পারায় তাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও গান-বাজনার প্রতিও আগ্রহ আছে অধিষ্ঠাত্রীর।

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.