Rituparna Sengupta: 'আমি সবসময় ভালোবাসার মধ্যেই থাকি', ছবি মুক্তির প্রাক্কালে আড্ডায় ঋতুপর্ণা

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 12:22 PM IST

thumbnail

রাজন লায়লপুরীর পরিচালনায় আসন্ন হিন্দি ছবি 'হাম তুমহে চাহতে হ্যায়' ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 'তিসরা কওন' থেকে শুরু করে 'মিত্তাল ভার্সেস মিত্তাল', 'ম্যায় মেরি পত্নী অউর ও', 'ম্যায় ওসামা', 'দিল তো বাচ্চা হ্যায় জি', 'ওভারটাইম', 'কলকাতা জাংশন'-এরপর 'হাম তুমহে চাহতে হ্যায়'- নয়া অভিযানে টলিউড অভিনেত্রী ৷ 

নতুন ছবি নিয়ে আশাবাদী অভিনেত্রী ঋতুপর্ণা ৷ ছবির পাশাপাশি, খুব শীঘ্রই ঋতুপর্ণাকে দেখা যেতে পারে ওয়েব সিরিজেও ৷ সেই বিষয়ে কথাবার্তা চললেও মুখ খুলতে নারাজ টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী 13 অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই ছবিতে আরও একবার সাহসী দৃশ্যে দেখা যাবে তাঁকে। গল্পের নায়কের থেকে বেশ খানিকটা বয়সে বড় হিসেবেই দেখানো হবে তাঁকে। 

তবে তাঁর চরিত্রটি কেন্দ্রীয় চরিত্র। অভিনেত্রীর কথায়, "অফারটা বাপ্পি দা'ই দিয়েছিলেন। বাপ্পি দা'র সুর করা শেষ ছবি এটা। তাই এটা আমার মনে থাকবে চিরকাল।" অভিনেত্রী আরও বলেন, "আরও একটা ছবি আসছে। সেটাও রোম্যান্টিক এবং ভালোবাসার। এই মুহূর্তে আমি ভালোবাসার মধ্যেই আছি। আসলে আমি ভালোবাসার মধ্যেই থাকি। আমার হৃদয় খুব বড়।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.