পাটুলিতে বড়দিন উদযাপনে মধ্যমণি দেব, কেক কেটে সেলিব্রেশন বার্থ-ডে বয়ের

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 10:59 PM IST

thumbnail

Patuli Christmas Eve Celebration: বড়দিনে বহু মানুষের ভিড় হয় পার্কস্ট্রিটে । কেউ কেউ বা চলে যান বো-ব্যারাক ৷ তবে এবার একই ছবি ধরা পড়ল পাটুলি বাইপাসেও। সোমবার বিশ্ব বাংলা সরণিতে পাটুলির ফুটপাতে আয়োজন করা হয় ছোটদের বড়দিন উৎসব । আয়োজনে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত । বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন বিকেলে । 25 হাজার শিশুর হাতে সোমবার কেক চকলেট তুলে দেওয়া হয় । হাজির ছিলেন দেব, দেবাশিস কুমার, ঋতুপর্ণা সেনগুপ্ত, নচিকেতা চক্রবর্তী, ঋষি কৌশিক, সন্দীপ্তা সেন, ইশা সাহা-সহ আরও অনেকে । গান গাইলেন নচিকেতা চক্রবর্তী ।  

জন্মদিনে বাড়তি আকর্ষণ ছিল দেবকে ঘিরে । তিনিও বেলুন ওড়ান এদিন । কেক কাটলেন জন্মদিন উপলক্ষে । তিনি বলেন, "আমি সাধারণত এই দিনে নিজেকে গুটিয়েই রাখি । কিন্তু বাপ্পাদা ডাকলেন । তাই না বলতে পারলাম না ।" দেবাশিস কুমার বলেন, "আজ পাটুলিতে এত ভিড় আমার তো মনে হয় পার্কস্ট্রিটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাটুলি । আগামী দিনে মানুষ এখানেই আসবে । আরও ভিড় বাড়বে এখানে ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.