ETV Bharat / t20-world-cup-2022

T20 World Cup: শেষ ওভারের থ্রিলারে জিম্বাবোয়ের বিরুদ্ধে 3 রানে জয় বাংলাদেশের

author img

By

Published : Oct 30, 2022, 1:14 PM IST

Updated : Oct 30, 2022, 1:44 PM IST

টি20 বিশ্বকাপের (T20 World Cup) সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকল বাংলাদেশ ৷ এ দিন গ্রুপ 2-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে 3 রানে ম্যাচ জিতে (Bangladesh Win by 3 Runs Against Zimbabwe), পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসানরা (Shakib Al Hasan) ৷

T20 World Cup Bangladesh Win by 3 Runs Against Zimbabwe
T20 World Cup Bangladesh Win by 3 Runs Against Zimbabwe

ব্রিসবেন, 30 অক্টোবর: টি-20 বিশ্বকাপে (T20 World Cup) জিম্বাবোয়ের বিরুদ্ধে 3 রানে জয় বাংলাদেশের (Bangladesh Win by 3 Runs Against Zimbabwe) ৷ সেই সঙ্গে সেমি-ফাইনালে ওঠার দৌড়েও টিকে রইল ব়য়্যাল বেঙ্গল টাইগাররা ৷ এ দিন ব্রিসবেনে গাব্বার ফ্রেশ উইকেটে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) ৷ প্রথমে ব্যাট করে বাংলা টাইগাররা 7 উইকেট হারিয়ে 150 রান তোলে ৷ বাংলাদেশের হয়ে ওপেনার নাজমুল হোসেন সান্টো 55 বলে 71 রানের ইনিংস খেলেন ৷

জবাব 151 রান তাড়া করতে নেমে শুরু থেকেই মিডিয়াম পেসার তাস্কিন আহমেদের (Taskin Admed) সামনে অসহায় আত্মসমর্পণ করে জিম্বাবোয়ে টপ অর্ডার ৷ পাওয়ার প্লে-তে জিম্বাবোয়ে 36 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ৷ বাংলাদেশের হয়ে সফল বোলার তাস্কিন আহমেদ 19 বলে 3 উইকেট নিয়েছেন ৷ তিনিই ম্যাচের সেরা ৷ জিম্বাবোয়ের সিন উইলিয়ামস 42 বলে 64 রানের ইনিংস খেলেন ৷

তবে, বাংলাদেশের শুরুটাও খুব একটা ভালো হয়নি ৷ ইনিংসের শুরুতেই সৌম্য সরকার শূন্য রানে আউট হন ৷ এর পর লিটন দাসও মাত্র 14 রানে মুজারাবানির শিকার হন ৷ এর পর অধিনায়ক সাকিব আল হাসান 20 বলে 23 রানের ছোট ইনিংস খেলেন ৷ ওপেনার নাজমুল হোসেন সান্টোর সঙ্গে তিনি 54 রানের পার্টনারশিপ করেন ৷ পরবর্তীতে আফিফ হোসেন 19 বলে 29 রান করেছেন ৷ জিম্বাবোয়ের হয়ে এংগরাভা ও মুজারাবানি 2টি করে উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন: নজির গড়ে চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতরান ফিলিপসের, কিউয়িদের কাছে চূর্ণ শ্রীলঙ্কা

অন্যদিকে, বাংলাদেশের হয়ে তাস্কিন আহমেদ 3 উইকেট নেওয়ার পাশাপাশি, মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান 2টি করে উইকেট নিয়েছেন ৷ এ দিন 151 রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে 8 উইকেট হারিয়ে 147 রানে থেমে যায় ৷ শেষ ওভারে এ দিন জয়ের জন্য জিম্বাবোয়েকে 16 রান তুলতে হত ৷ একটা সময় মনে সেই রানটা অসম্ভব মনে হলেও, প্রায় তার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন রেয়ান বুর্ল ৷ এমনকি শেষ বলে 4 রান বাকি ছিল জিম্বাবোয়ের ৷ তবে, মোসাদ্দেক হোসেন ওই বলটি ব্যাটে লাগাতে ব্যর্থ হন রেয়ান ৷

Last Updated : Oct 30, 2022, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.