ETV Bharat / sukhibhava

National Ayurveda Day 2023: আয়ুর্বেদেই রোগমুক্তি, প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেই সুস্থ রাখুন শরীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 7:00 AM IST

Ayurveda Day: ধনতেরাস উৎসব আয়ুর্বেদ দিবস হিসেবেও পালিত হয় ৷ ধন্বন্তরী জয়ন্তীকে আয়ুর্বেদ দিবস উদযাপনের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছিল এই চিকিৎসা পদ্ধতিকে জাতীয়করণ করার জন্য ৷

National Ayurveda Day 2023 News
প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেই সুস্থ রাখুন শরীর

হায়দরাবাদ: ধনতেরাস উৎসবকে দীপাবলি উৎসবের সূচনা বলে মনে করা হয় । ধনতেরাসকে ধন্বন্তরী জয়ন্তী হিসেবেও পালন করা হয় । উল্লেখ্য যে ভগবান ধন্বন্তরীকে আমাদের বেদে দেবতাদের বৈদ্য বলা হয়েছে, সেইসঙ্গে তাকে আয়ুর্বেদের জনকও বলা হয় ।

ধন্বন্তরী জয়ন্তী বা ধনতেরাস ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দ্বারা প্রতিবছর আয়ুর্বেদ দিবস হিসাবে পালিত হয় । যার উদ্দেশ্য হল আয়ুর্বেদ এবং এর বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং এর উপকারিতা, নীতি ও উদ্দেশ্য সম্পর্কে শুধু দেশেই নয় সারা বিশ্বে সবাইকে সচেতন করা । এইবছর পালিত হচ্ছে 10 নভেম্বর ৷

আয়ুর্বেদকে আধুনিক যুগে সমানভাবে প্রাসঙ্গিক ওষুধের সবচেয়ে প্রাচীন পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয় । সুস্থ ব্যক্তি বা অসুস্থ ব্যক্তিদের জন্যই এর সামগ্রিক পদ্ধতি অতুলনীয় । রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের উন্নতি আয়ুর্বেদের প্রধান লক্ষ্য । ভগবান ধন্বন্তরীকে আয়ুর্বেদের ঐশ্বরিক প্রচারক হিসাবে বিবেচনা করা হয় । তাকে স্বাস্থ্য ও সম্পদ প্রদানের গুণাবলিতে ভূষিত করা হয় । তাই ধন্বন্তরী জয়ন্তীকে আয়ুর্বেদ দিবস উদযাপনের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছিল এই চিকিৎসা পদ্ধতিকে জাতীয়করণ করার জন্য ৷

আয়ুর্বেদ দিবসের উদ্দেশ্য

আয়ুর্বেদকে আরও মূলধারায় উন্নত করার প্রচেষ্টা ৷

আয়ুর্বেদের শক্তি এবং এর অনন্য চিকিত্সা নীতিগুলির উপর ফোকাস করুন ।

আয়ুর্বেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে রোগের বোঝা এবং সম্পর্কিত অসুস্থতা এবং মৃত্যুহার হ্রাস করুন ।

জাতীয় স্বাস্থ্য নীতি এবং জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে অবদান রাখার জন্য আয়ুর্বেদের সম্ভাব্যতা অন্বেষণ করা ।

আজকের প্রজন্মের মধ্যে সচেতনতার বোধ তৈরি করুন এবং সমাজে নিরাময়ের আয়ুর্বেদিক নীতিগুলি প্রচার করুন ।

2023 সালে, 10 ই নভেম্বর 2023-এ আয়ুর্বেদ দিবস পালন করা হচ্ছে ৷ আয়ুর্বেদ দিবস-2023-এর থিম 'এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ' হিসাবে নির্ধারণ করা হয়েছে ৷ ট্যাগ লাইন 'প্রতিদিন সবার জন্য আয়ুর্বেদ' অর্থাৎ, 'হর দিন হার কিসি কে লিয়ে আয়ুর্বেদ' মানব-প্রাণী-উদ্ভিদ-পরিবেশ ইন্টারফেসকে কেন্দ্র করে ।

আয়ুর্বেদ, মানবতার আদি স্বাস্থ্যসেবা ঐতিহ্য, শুধুমাত্র একটি চিকিৎসা ব্যবস্থা নয় বরং প্রকৃতির সঙ্গে আমাদের সিম্বিওটিক সম্পর্কের প্রকাশ । এটি স্বাস্থ্যসেবার একটি ভালো নথিভুক্ত ব্যবস্থা ৷ যেখানে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের প্রচার উভয়ই যথাযথ বিবেচনা করা হয় ।

আরও পড়ুন: চিকিৎসায় দারুণ সাড়া, শতাধিক ক্যানসার আক্রান্ত মানুষের ভরসা রাজ্যের এই হাসপাতাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.