ETV Bharat / sukhibhava

Diamond Jewellery Cleaning: বাড়িতেই পরিষ্কার করুন হিরের গয়না, জেনে নিন পদ্ধতি

author img

By

Published : Aug 21, 2023, 10:49 AM IST

আপনার হিরের গয়নাকে সুন্দর করে তুলতে চান ? চিন্তা নেই এর জন্য বাইরে কোথাও যেতে হবে না ৷ জেনে নিন কীভাবে বাড়িতেই পরিষ্কার করবেন হিরের গয়না

Etv Bharat
প্রতীকী ছবি

হায়দরাবাদ: দীর্ঘদিন ধরে নিত্য ব্যবহারের ফলে হিরের গয়নাও একসময় ঔজ্জ্বল্য হারায় ৷ আপনি যদি আপনার হাতের হিরের গয়নার ঝলকানি অক্ষত রাখতে চান তাহলে এই টিপসগুলি আপনার কাজে আসবে ৷ হিরেখচিত কানের দুল, বিয়ের আংটি, কারুকাজ করা নেকলেস ও দারুণ ব্রেসলেট থেকে শুরু করে আপনার সমস্ত হিরের গয়না পরিষ্কার করতে পারেন এভাবে ৷ প্রতিমাসেই আপনার প্রিয় জিনিসগুলিকে পরিষ্কার করুন বাড়িতেই ৷

এগুলি পরিষ্কার করাতে দোকানে নিয়ে যাওয়া মানেই খরচা ৷ তাই ঘরে বসেই কীভাবে হিরের গয়না পরিষ্কার করবেন জেনে নিন ৷ আপনার জন্য রইল দুটি পদ্ধতি ৷ দু'ভাবেই পরিষ্কার করা যেতে পারে ৷

প্রথম পদ্ধতি : সাবান জলের বাটিতে হিরের গয়নাগুলিকে ভিজিয়ে রাখুন ৷ প্রথমে একটি পাত্রে কিছুটা জল ও এক চামচ তরল সাবান মেশান ৷ এবার এই সাবান জলের মিশ্রণে আপনার সমস্ত হিরের গয়না ডুবিয়ে দিন ৷ এরপর একটি টুথব্রাশ দিয়ে আলতো করে গয়নাগুলি পরিষ্কার করুন ৷

সব গয়না পরিষ্কার করা হয়ে গেলে গরম জলে ধুয়ে ফেলুন ৷ এবার সেগুলিকে একটি শুকনো পাত্রে রেখে জল ঝরিয়ে নিন ৷ এরপর টেবিলের উপর একটি তোয়ালে রেখে তাতে গয়নাগুলি রেখে দিন ৷ আপনা থেকেই সেগুলিকে শুকাতে দিন ৷ শুকিয়ে গেলে দেখবেন নতুনের মতোই ঝলমল করছে ৷

দ্বিতীয় পদ্ধতি :

আপনি কি জানেন যে নিয়মিত ব্যবহৃত টমেটো সস আপনার হিরের গয়না পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে ? একটি টুথব্রাশে কিছুটা সস নিন এবং আপনার হিরের গয়নাগুলি ঘষুন ৷ কয়েকমিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন । এরপর একটি নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন ।

আরও পড়ুন : আংটির দাম 6 কোটি, 50 হাজার হিরে বসিয়ে বিশ্বরেকর্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.