ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, পলাতক স্বামী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 4:46 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

House Wife Killed: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ রায়গঞ্জে

রায়গঞ্জ, 3 ডিসেম্বর: বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন স্ত্রী ৷ পথের কাঁটা সরাতে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রায়গঞ্জ থানার পানিশালার কাশিমপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। মৃতার নাম বুলি খাতুন (35)। রবিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত স্বামী দুলাল মহম্মদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাড়ির লোকেরা। যদিও স্ত্রী'র মৃত্যুর পর অভিযুক্ত পলাতক ৷

মৃতার আত্মীয়া সাবেরা খাতুন অভিযোগ করে বলেন, "15 বছর আগে দুলাল মহম্মদের সঙ্গে বিয়ে হয় বুলির। পেশায় দিল্লিতে শ্রমিকের কাজ করে দুলাল। বর্তমানে ওদের ছোট ছোট দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু দিল্লিতে দুলাল অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ স্ত্রী বুলিকে টাকা-পয়সা পাঠাত না ৷ ফলে নিজে জমিতে কাজ করে 3 সন্তানকে মানুষ করছিল বুলি। এরই মধ্যে শনিবার বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। এরপরেই দুলাল, বুলির হাত পা বেঁধে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে বাইরে থেকে ঘর আটকে দেয় ৷"

সাবেরা খাতুন আরও জানান, খবর পেয়ে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় বুলিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতার বাড়ির লোকেরা। অভিযুক্ত দুলালের কঠোর শাস্তি চাইছেন তাঁরা। এদিন হাসপাতালে দেখা যায়নি অভিযুক্ত স্বামীকে।

যদিও মৃতার বাড়ির তরফে তোলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বুলবুল সরকার। তিনি জানান, বুলি-দুলালের মধ্যে বচসা শুরু হয় মেয়েকে নিয়ে ৷ তারপর বুলি নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। তিনি আরও জানান, আত্মঘাতী বলার কারণ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল ৷ যদি দুলাল আগুন লাগাতেন তাহলে দরজা বাইরে থেকে বন্ধ থাকত ৷ উল্লেখ্য, মৃতার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

আরও পড়ুন:

1. 'শঙ্কা' সরিয়ে সুড়ঙ্গের কাজেই ফিরতে চান, বাড়ি ফিরেই জানালেন জয়দেব ও সৌভিক

2. আচমকা ছিটকে এগিয়ে গেল 3 বগি, 2 ভাগে ভাগ হল হাওড়াগামী চম্বল এক্সপ্রেস

3. মর্নিং ওয়াক থেকে ফেরা হল না ছাত্রের, বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে ! আহত একাধিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.