ETV Bharat / state

COVID rules violation in Ganga Mela : ভিড়ে জমজমাট গ্যান্দামনির গঙ্গামেলা, নেই মাস্কের বালাই

author img

By

Published : Jan 15, 2022, 7:36 PM IST

করোনা পরিস্থিতির মধ্যেও উত্তর দিনাজপুরের ইটাহারের পাজল গ্রামে সুঁই নদীর ধারে গ্যান্দামনিতে চলছে গঙ্গামেলা (Ganga Mela in Uttar Dinajpur) ৷ দলে দলে মানুষ ভিড় জমাচ্ছেন ৷ তাঁদের বেশিরভাগ মুখেই দেখা যাচ্ছে না মাস্ক ৷

COVID surge in Bengal
উত্তর দিনাজপুরে গঙ্গামেলা

রায়গঞ্জ, 15 জানুয়ারি : রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে চারটি পৌরনিগমের ভোট দু'সপ্তাহ পিছনো হল ৷ তার মধ্যেই মকর সংক্রান্তি উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বসা মেলাগুলিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছেন ৷ নেই মাস্কের ব্যবহার, নেই সামাজিক দূরত্ব বিধিও । এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পাজল গ্রামে গ্যান্দামনি গঙ্গামেলায় (COVID rules violation in Ganga Mela in Uttar Dinajpur) ।

করোনা আর ওমিক্রনের দাপট অব্যাহত থাকলেও ইটাহারের প্রাচীন পাজল গ্রামের গ্যান্দামনি গঙ্গামেলায় নেই কোনও মাস্কের ব্যবহার । সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে আট থেকে আশি হাজার হাজার মানুষ মেলায় ভিড় জমিয়েছেন । স্থানীয় পঞ্চায়েত জানিয়েছে, মেলা করার প্রশাসনিক অনুমতি নেই, কিন্তু ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগের জন্য গঙ্গাপুজো হচ্ছে । পঞ্চায়েত থেকে সামাজিক দূরত্ববিধি বজায় রাখা এবং মাস্কের ব্যাবহারের জন্য মাইকিং করা হচ্ছে ।

উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পাজল গ্রামে সুঁই নদীর ধারে প্রায় 400 বছর ধরে মকর সংক্রান্তির পরদিন পয়লা মাঘ গ্যান্দামনির গঙ্গামেলা হয়ে আসছে ৷ এবছরও মেলার আয়োজন হয়েছে ৷ দুই দিনাজপুর, মালদা, পাশ্ববর্তী রাজ্য বিহারের কাটিহার, বারসই জেলা থেকেও হাজার হাজার পুণ্যার্থী এই সুঁই নদীতে স্নান করেন এবং গঙ্গা আরাধনা করেন । বসে বিশাল মেলাও । এই গ্যান্দামনি গঙ্গামেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে । গতবছরও বাদ যায়নি এই মেলা ।

ভিড়ে জমজমাট গ্যান্দামনির গঙ্গামেলা

এবছর ডিসেম্বর মাস থেকেই করোনা আর ওমিক্রনের থাবায় কার্যত নাজেহাল রাজ্য প্রশাসন । সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানা সচেতনতামূলক প্রচার ও কর্মকাণ্ডের পাশাপাশি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন । কিন্তু রাজ্য সরকারের সেই কড়া বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে গঙ্গামেলা । মাস্কের ব্যবহার বা সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না একেবারেই ৷ এমনই বেপরোয়া লাগামহীন ছবি দেখা গেল গ্যান্দামনির গঙ্গামেলাতেও ।

মেলায় আসা পুণ্যার্থীদের জিজ্ঞেস করতেই সাফ জবাব, "আমাদের মাস্ক লাগে না । গ্রামে করোনা হয় না । এভাবেই আমরা চলি ।" সুরুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সলিমুদ্দিন আহমেদ বলেন, "মেলার প্রশাসনিক অনুমতি নেই ঠিকই, তবে ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগকে আটকানো যায়নি । তবে পঞ্চায়েত থেকে মাস্কের ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে ।"

আরও পড়ুন : Makar Sankranti at Gangasagar Mela 2022 : পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে বাড়ল ভিড়, শিকেয় উঠল করোনা বিধি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.