ETV Bharat / state

Man Kills Brother: জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন দাদা

author img

By

Published : Jul 13, 2023, 10:59 PM IST

জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ। তার জেরে ভাইয়ের হাতে খুন হল দাদা। পলাতক অভিযুক্ত মজিবুর রহমান ৷

Etv Bharat
জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন দাদা

রায়গঞ্জ, 13 জুলাই: জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ। সংঘর্ষে ভাইয়ের হাতে খুন দাদা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইব্রাহিমপুর এলাকায়। মৃতের নাম ইরফান আলি । পলাতক অভিযুক্ত ভাই মজিবুর রহমান ৷

নিহত ইরফান আলির ছেলে ফিরোজ আলম জানিয়েছেন তাঁর বাবাকে খুন করেছে কাকা ৷ তিনি বলেন, "জমি নিয়ে বাবা ও কাকার মধ্যে গণ্ডগোল চলছিল। বাবাকে কাকা মেরে দিয়েছে। আমি কাকার কঠিন শাস্তি চাইছি ৷" স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, "দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল চলছিল। অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কেউ বোঝেনি। এদিন ভোরে দুই ভাইয়ের মধ্যে ফের মারামারি হয়। এক ভাই মারা গিয়েছে। ইরফানের ছেলে, তাঁর স্ত্রী, বাচ্চারাও আহত হয়েছে ৷ হাসপাতালে ভরতি রয়েছেন ৷ এই ঘটনা খুবই দুঃখজনক ৷"

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, পরিবারের 4 সদস্যকে কুপিয়ে খুন মহিলার !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাই ইরফান আলি ও মজিবুর রহমানের মধ্যে বিবাদ চলছিল। এদিন ভোর 4টে নাগাদ হঠাৎই দুই ভাইয়ের মধ্যে ফের গণ্ডগোল শুরু হয়। বচসা ক্রমশ হাতাহাতির রূপ নেয় ৷ এই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই ভাই-সহ তাঁদের পরিবারের লোকেরা। সংঘর্ষের জেরে মৃত্যু হয় ইরফান আলির। এছাড়াও দুই পরিবারের 6 জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান । ঘটনার পর থেকেই পলাতক মজিবুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তের সন্ধানে তল্লাশিও শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, মহিলা আইনজীবীকে ধাক্কা দিয়ে ফেলে মৃত্যু নিশ্চিত করতে ছোড়া হল পাথর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.