ETV Bharat / state

TMC Worker Shot: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য আমডাঙায়

author img

By

Published : May 8, 2023, 7:57 AM IST

বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে হাসপাতালে ভরতি তৃণমূল কর্মী ৷ উত্তর 24 পরগনার আমডাঙার বোদাই পঞ্চায়েত এলাকার ঘটনা ৷

Etv Bharat
আহত তৃণমূল কর্মী

আমডাঙা, 8 মে: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের ৷ গুলিবিদ্ধ আহত তৃণমূল কর্মীর নাম তোয়েব আলি ৷ তাঁর ডান হাতের কবজিতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার আমডাঙার বোদাই পঞ্চায়েত এলাকায় ।ঘটনার পরই গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে । পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর । তবে কে বা কারা কী উদ্দেশ্যে ওই তৃণমূল কর্মীকে গুলি করল তা এখনও স্পষ্ট নয় । ঘটনার তদন্তে নেমেছে আমডাঙা থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, বোদাই পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বাড়ি বছর 50-এর তোয়েব আলি মণ্ডলের । এলাকায় সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি । মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়েন । রবিবার রাতে আমডাঙার সন্তোষপুরে পরিচিত একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তোয়েব । বাইক চালিয়ে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন । নীলগঞ্জ রোডের মথুরা মোড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় চলন্ত বাইকেই আচমকা তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ । বেশ কয়েকটিগুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি গিয়ে লাগে তোয়েব আলির ডান হাতের কবজিতে । এরপরই বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি । গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসার আগেই অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় হামলাকারীরা । ঘটনার পর এলাকার লোকজনই গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ।

জানা গিয়েছে, তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তোয়েব আলি । দলীয় কর্মসূচিতে একেবারে সামনের সারিতে দেখা যেত তাঁকে । এমনকি, গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি । তৃণমূলের একনিষ্ঠ এই কর্মীকে কেন টার্গেট করা হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।

এর পিছনে রাজনৈতিক যোগ কিংবা পুরনো কোনও শত্রুতা আছে কিনা, তাও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে ।শাসক এবং বিরোধী শিবিরের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে । এদিকে, শুট আউটের ঘটনার তদন্তে রাতেই ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা । সেখানে গিয়ে তাঁরা সরেজমিনে খতিয়ে দেখেন বিষয়টি । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । আততায়ীদের খোঁজে তল্লাশি চলছে ।

আরও পড়ুন : আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, বজবজে চাঞ্চল্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.