বাগদা, 3 মে : ভোটে হারার পরই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তর 24 পরগনার বাগদায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ মিছিল ৷ পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও সহ-সভাপতি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন, এই অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও সহ-সভাপতির বসার ঘরে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের কর্মীরা।
রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়-জয়কার ৷ কিন্তু উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিতোষকুমার সাহা বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসে কাছে 9 হাজার 792 ভোটে পরাজিত হয়েছেন ৷ এই ফলাফল ঘোষণার পরই বাগদায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷
সোমবার সকালে বাগদা বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোপা রায় ও সহ-সভাপতি তরুণ ঘোষের বিরুদ্ধে বাগদা বাজারে প্রতিবাদ মিছিল করেন এবং পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সভানেত্রী ও সহ-সভাপতির ঘর দু’টিতে তালা ঝুলিয়ে দেন ৷ তাঁদের দাবি, বাগদায় তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য চক্রান্ত করেছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও সহ-সভাপতি ৷ এই দু’জন রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে যোগসাজশ করে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন ৷
একই অভিযোগ তুলছেন বাগদার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিতোষকুমার সাহা ৷ তিনি বলেন, ‘‘দলের একটা অংশ দলের বিভিন্ন পদে থেকে, কোনও কোনও সময় আমাদের সঙ্গে ঘুরে বেরিয়েছেন ৷ পরবর্তী সময় রাতের অন্ধকারে তাঁদের অনুগামীদের দিয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিয়েছেন এবং বিজিপিতে ভোট করিয়েছেন ৷ বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী বিজেপি প্রার্থীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন তাঁর অনুগামীদের।’’
আরও পড়ুন : ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত তিন
এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির গোপা রায় বলেন, ‘‘পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, এটা আমি মানতে পারছি না। অক্লান্ত পরিশ্রম করেছি সারা বিধানসভারজুড়ে যাতে দল জয়ী হয়। দলে থেকে দলকে হারাব, এই মানসিকতা আমাদের নেই ৷ বিশ্বজিৎ দাস যখন আমাদের দলে ছিলেন, তখন তাঁর সঙ্গে যোগাযোগ ছিল ৷ যেদিন তিনি দল ত্যাগ করেছেন, সেদিন থেকে তাঁকে আমি চিনি না।’’ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে তালা দেওয়ার প্রসঙ্গে গোপা বলেন, ‘‘এটা প্রশাসনের বিষয় ৷ প্রশাসন আছে ৷ তারাই দেখবে ৷’’