ETV Bharat / state

উচ্চ বেতনের চাকরি ছেড়ে চায়ের দোকান, মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা আজ অনন্যা

author img

By

Published : Feb 18, 2021, 3:01 PM IST

প্রথমে 17টি ফ্লেভারের চা তৈরি করলেও বর্তমানে প্রায় 30 রকমের চা বানান প্রিয়াঙ্কা ৷ তাঁর চায়ের তালিকায় আছে পাইন অ্যাপেল থেকে ফুচকা ফ্লেভার ৷ আছে বাটার স্কচ, চকলেট, লিচু, কেশর, ম্যাঙ্গো, ভ্যানিলা, ব্যানানা, গ্রিন অ্যাপেল, কাঁচা আম, কোলা, স্ট্রবেরি ব্ল্যাকবেরি সহ আরও একাধিক ফ্লেভার ৷

চাকরি ছেড়ে চা বানাচ্ছেন মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা
চাকরি ছেড়ে চা বানাচ্ছেন মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা

মধ্যমগ্রাম, 18 ফেব্রুয়ারি : কথায় আছে 'ইচ্ছে থাকলে কি না হয় ৷ আর এই প্রবাদ বাক্যকেই বাস্তব করে দেখালেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা দে । ছাপোষা প্রিয়াঙ্কার সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বিভিন্ন রকমারি ফ্লেভারের চা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে । আর শুধু মাত্র নিজের ইচ্ছাকে মান্যতা দিয়েই মধ্যমগ্রামে তৈরি করেছেন ছোট টি স্টল ৷

বেসরকারি সংস্থায় বিশাল অঙ্কের বেতনে কাজ করতেন প্রিয়াঙ্কা ৷ তবে কোনও সংস্থার অধীনে কাজ নয় ৷ নিজের কিছু একটা গড়তে চেয়েছিলেন ৷ সেই ভাবনা থেকেই চায়ের স্টল তৈরি করার চিন্তা ভাবনা মাথায় আসে ৷ তারপরেই তাক লাগান তিনি ৷

প্রিয়াঙ্কার ছোটো টি স্টল
প্রিয়াঙ্কার ছোট টি স্টল

প্রথমে 17টি ফ্লেভারের চা তৈরি করলেও বর্তমানে প্রায় 30 রকমের চা বানান প্রিয়াঙ্কা ৷ তাঁর চায়ের তালিকায় আছে পাইন অ্যাপেল থেকে ফুচকা ফ্লেভার ৷ আছে বাটার স্কচ, চকলেট, লিচু, কেশর, ম্যাঙ্গো, ভ্যানিলা, ব্যানানা, গ্রিন অ্যাপেল, কাঁচা আম, কোলা, স্ট্রবেরি ব্ল্যাকবেরি সহ আরও একাধিক ফ্লেভার ৷

ইতিমধ্যে তাঁর চায়ের সুখ্যাতি রাজ্যের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে । শুধু ভারত কেন ! প্রিয়াঙ্কার চায়ের প্রশাংসা কুড়িয়েছে প্রতিবেশী বাংলাদেশ থেকেও।

চাকরি ছেড়ে চা বানাচ্ছেন মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা

আরও পড়ুন :- প্রতীক্ষার অবসান, পর্যটকদের জন্য খুলে গেল রামোজি ফিল্ম সিটি

সম্প্রতি, একটি বেসরকারি চ্যানেলের প্রমো শুটও হয় প্রিয়াঙ্কার টি স্টলে ৷ এছাড়া বিভিন্ন টিভি প্রোগ্রামে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা ৷ স্বাভাবিকভাবেই নারী সমাজের মুখ হয়ে উঠেছেন মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.