ETV Bharat / state

Rahul Sinha: 'নন্দনকে পৈতৃক সম্পত্তি ভাবে তৃণমূল', প্রজাপতি বিতর্কে তোপ রাহুলের

author img

By

Published : Dec 26, 2022, 8:19 AM IST

Updated : Dec 26, 2022, 12:05 PM IST

"এরা নন্দনকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে (Rahul on TMC Government) ৷ নন্দনটা তৃণমূল কংগ্রেসের সম্পত্তি নয় ৷ নন্দনকে ঘিরে রঙ দেখা-দেখি, রং বাছাবাছি সমর্থন করি না ৷" নন্দন প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷

Rahul and Samik
শাসকদলকে কটাক্ষ দুই বিজেপি নেতার

প্রজাপতি বিতর্কে শাসকদলকে তোপ রাহুলের

ব্যারাকপুর, 26 ডিসেম্বর: নন্দনে মুক্তি পায়নি মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি' ৷ এই প্রসঙ্গেই রবিবার বরানগরের নেতাজী পার্কে আয়োজিত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের অনুষ্ঠানে এসে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির দুই নেতা রাহুল সিনহা ও শমিক ভট্টাচার্য (Rahul Sinha and Samik Bhattacharya slam TMC government)৷ এই সভাতে শীতবস্ত্র বিতরণ হয় ৷

আরও পড়ুন: পার্টির কর্মী তৈরিতে খরচ হচ্ছে, বেআইনি সম্পত্তি কিনতে নয়, খোঁচা শমীকের

রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, "নন্দনটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয় । এরা নন্দনের সম্পত্তিকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে। নন্দনকে ঘিরে রং দেখাদেখি রং বাছাবাছি, আমরা এটা কোনওভাবেই সমর্থন করি না । মিঠুন চক্রবর্তী যদি ওই ছবিতে অভিনয় না করতেন তাহলে নিশ্চিত ভাবে নন্দন ছবিটি মুক্তি পেত । যা করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছোট মনের পরিচয় মিলেছে । নন্দনে ছবিটা না দেখালেও অন্য প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখানো হচ্ছে । ছবি দেখে মানুষ জয়জয়কার করছে । মানুষ যত জয়জয়কার করবে তত বেশি ওদের মুখে চুনকালি পড়বে ৷" এর আগে এই প্রসঙ্গে রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনিও মনে করেন মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন বলেই ছবিটি নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি। পাশাপাশি তাঁর আরও দাবি, প্রথমে নির্বাচনে প্রার্থী হতে চাননি দেব । তাঁকে ভয় দেখিয়ে প্রার্থী হতে রাজি করিয়েছিল তৃণমূল ।

আরও পড়ুন: মর্নিংওয়াকে গিয়ে মন্তব্য করি না, যা বলি করে দেখাই, শুভেন্দুর নিশানায় কি দিলীপ !

পাশিপাশি এদিনই কোচবিহারে এক কর্মসূচিতে যোগ দিতে এসে বিএসএফ প্রসঙ্গে তৃণমূল নেতা উদয়ন গুহকে এক হাত নেন শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya) ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "উদয়ন গুহর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে রুচিতে বাঁধে । সীমান্তরক্ষী বাহিনী ও বিএসএফ সম্পর্কে তৃণমূল কংগ্রেস অতীতে যে বক্তব্য রেখেছেন সেগুলো পাকিস্তানের সংবাদমাধ্যমে ব্রেকিং নিউজ হয়েছে । সীমান্ত রক্ষী ও সেনা বাহিনীদের নিয়ে বলা কথা শুনলে বোঝা যাবে না সেগুলি পাকিস্তানি নেতা বলেছেন না ভারতবর্ষের কোনও নেতা বলেছন ৷ আজকে উদয়ন যে বক্তব্য রেখেছে সেগুলো কাশ্মীরে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তারা বলে ।"

Last Updated : Dec 26, 2022, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.