ETV Bharat / state

Bengal Recruitment Scam মহিষবাথানে প্রসন্নর ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি

author img

By

Published : Aug 31, 2022, 8:30 PM IST

নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) মিডলম্যানের কাজ করার অভিযোগে গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আত্মীয় প্রসন্ন রায় ৷ বুধবার তাঁর মহিষবাথানের ফ্ল্যাটে হানা দেয় সিবিআই (CBI) ৷ সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে খবর ৷

cbi-raid-at-middleman-prasanna-roy-flat-in-bengal-recruitment-scam
Bengal Recruitment Scam মহিষবাথানে প্রসন্নর ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি

মহিষবাথান (সল্টলেক), 31 অগস্ট : তদন্ত যত এগোচ্ছে, নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) ততই নিত্যনতুন তথ্য উঠে আসছে ৷ এবার সন্ধান মিলল প্রসন্ন রায়ের আরও একটি ফ্ল্যাটের ৷ বুধবার সিবিআইয়ের (CBI) আধিকারিকরা ওই ফ্ল্যাটে তল্লাশি চালায় ৷ ফ্ল্যাটটি সল্টলেকের মহিষবাথানে ৷ সেখানেই এদিন যান সিবিআইয়ের আধিকারিকরা ৷ তার পর প্রায় 4 ঘণ্টা তাঁরা ওই ফ্ল্যাটে ছিলেন ৷ দুপুরের পর বেরিয়ে আসেন ৷ তবে এই নিয়ে তাঁর কোনও মন্তব্য করতে রাজি হননি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানের কাজ প্রসন্ন রায় করতেন বলে অভিযোগ ৷ তাঁকে দিন কয়েক আগে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাঁকে জেরা করে ইতিমধ্যে তাঁর একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ৷ তাঁর বিভিন্ন ব্যবসার খোঁজ পেয়েছে সিবিআই ৷ সেভাবেই মহিষবাথানের এই ফ্ল্যাটের হদিশ পান গোয়েন্দারা ৷

সিবিআই সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে ৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় রয়েছে ওই নথিতে ৷ ফলে এবার নিয়োগ দুর্নীতিতে আরও অনেক তথ্য সিবিআইয়ের হাতে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে একযোগে তদন্ত করছে সিবিআই ও ইডি (ED) ৷ সিবিআই ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে ৷ তার মধ্যে একজন প্রসন্ন রায় ৷ আরও একজন মিডলম্যানকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাঁর নাম প্রদীপ সিং ৷ অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ উপদেষ্টা কমিটির আরও একজন এখনও সিবিআইয়ের হেফাজতে রয়েছে ৷

মহিষবাথানে প্রসন্নর ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি

যদিও এই তদন্তে সবচেয়ে বেশি হইচই হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) গ্রেফতারিতে ৷ তাঁদের ইডি গ্রেফতার করেছে ৷ অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে ইডি প্রায় 50 কোটি টাকা উদ্ধার করেছে ৷ এছাড়াও উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার গয়না-সহ বহু নথি ৷

পার্থ ও অপির্তা এখন জেল হেফাজতে রয়েছেন ৷ বুধবারই তাঁদের আদালতে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল ৷ আদালত তাঁদের আবার 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে ৷

আরও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে প্রসন্নকে প্রদীপের সামনে বসিয়ে জেরার ভাবনা সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.