ETV Bharat / state

BJP MLA Controversy: 'পুলিশ তৃণমূলের চটিচাটা', হুমকি বিতর্কে ঘি ঢাললেন বিধায়ক স্বপন

author img

By

Published : Jan 1, 2023, 6:58 AM IST

শনিবার একটি দলীয় সভা থেকে পুলিশকে মারধরের হুমকি দিয়েছেন ৷ এরপর পুলিশ অধিকর্তাকে 'তৃণমূলের চটিচাটা' বলে উল্লেখ করলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷ বিতর্কের পর আরেক বিতর্ক (BJP MLA Swapan Majumder) ৷

Swapan Majumder
স্বপন মজুমদার

বারাসত, 1 জানুয়ারি: 'হুমকি'-বিতর্কে থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তারপরও দমছেন না বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷ উলটে, বিতর্কিত মন্তব্যের যুক্তি দিতে গিয়ে পুলিশের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন তিনি ৷ সেই সঙ্গে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, বিতর্কিত মন্তব্যের জন্য পিছু হঠছেন না ৷ কার্যত অনড় তিনি (Bangaon Dakshin BJP MLA Swapan Majumder police threat controversy) ।

দলীয় সভা থেকে ওসি-আইসিদের মাথা ফাটানোর হুমকি, থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিয়ে শনিবার বিতর্কে জড়িয়ে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷ তার জেরে এদিন রাতে অশোকনগর থানায় অভিযোগও দায়ের হয়েছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷ তৃণমূলের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে উসকানি দেওয়া, হিংসা ছড়ানোর চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে ৷

অভিযোগ দায়ের হতেই শনিবার রাতে তড়িঘড়ি বারাসতে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পালটা তার জবাবও দিয়েছেন বিজেপি বিধায়ক । তাঁর কথায়, "গত দু'বছরে দুশোরও বেশি বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়েছে । খুনের পর কখনও সেই দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে ।আবার কখনও আন্দোলন করতে গিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে । এরকম ঘটনা ভুরি ভুরি রয়েছে । অথচ, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না । কারণ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । শাসকদলের ওসি-আইসিরা থানার ইশারাতে চলছে ৷ তাই মনে হয়েছে পুলিশকে শিক্ষা দেওয়া দরকার । সেই কারণে পুলিশকে 'হুমকি'-দিতে বাধ‍্য হয়েছি ৷"

আরও পড়ুন: ওসি-আইসিদের মাথা ফাটিয়ে, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের

এদিকে, 'হুমকি'-বিতর্কের যুক্তি খাড়া করতে গিয়ে পুলিশকে আবার 'তৃণমূলের চটিচাটা' বলেও কটাক্ষ করেছেন স্বপন মজুমদার । এ প্রসঙ্গে তিনি বলেন, "অশোকনগর থানার ওসির বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি ৷ তিনি শাসকদলের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন । ওখানকার ওসি সম্পূর্ণভাবে তৃণমূলের একজন চটিচাটা পুলিশ । সেই কারণে দলের মণ্ডল সভাপতি আক্রান্ত হওয়ার চারদিন পরও অশোকনগর থানার পুলিশ তৃণমূলের হামলাকারীদের কাউকে গ্রেফতার করেনি । বিরোধী দলের ক্ষেত্রে পুলিশ সবসময় সক্রিয় ৷ অথচ শাসকদলের ক্ষেত্রে নিষ্ক্রিয় ৷ পুলিশ এখন এই দু'রকম নীতি নিয়ে চলছে ৷ পুলিশ যদি সঠিক নীতি নিয়ে চলত, তাহলে তো হুমকি দেওয়ার প্রয়োজনই হত না ! বিজেপি কার্যকর্তাদের মাথা ফাটিয়ে দেওয়াটা দোষের নয় ! আর আমি পুলিশের মাথা ফাটানোর কথা বললেই সেটা দোষের ৷"

অন্যদিকে, ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে যে তিনি পুলিশকে মারের নিদান দিয়েছেন তা এদিন স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক । তাঁর মতে, "রাজ্যের গণতন্ত্রকে প্রতিনিয়ত হত‍্যা করা হচ্ছে । সাধারণ মানুষকে বঞ্চিত করে আবাস যোজনার ঘরের টাকা লুটেপুটে খাচ্ছে তৃণমূল নেতারা । তাই ভুক্তভোগী মানুষের হয়ে আওয়াজ তুলেছি । আমার বিরুদ্ধে যত মামলায় করুক, আমি ভয় পাই না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.