ETV Bharat / state

Durga Puja 2023: চিকিৎসার কাজ সেরে প্রতিমা তৈরি ! বারাসতের অনুপম নেশায় মৃৎশিল্পী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 6:55 PM IST

Etv Bharat
চিকিৎসক যখন মৃৎশিল্পী

ছোটবেলা থেকেই মাটির কাজ তাঁর ভালো লাগে ৷ পুতুল বানানো দিয়ে শুরু ৷ তারপর কালী থেকে দুর্গা ৷ পেশায় মৃৎশিল্পী না হলেও ঠাকুর তৈরি তাঁর নেশা ৷ তিনি অনুপম ধর ৷ পেশায় চিকিৎসক ৷ তবে শত ব্যস্ততার মধ্যেও মাটির জিনিস তৈরি করতে বরাবরই ভালোবাসেন ৷

চিকিৎসার কাজ সেরে প্রতিমা তৈরি ! বারাসতের অনুপম নেশায় মৃৎশিল্পী

বারাসত, 17 অক্টোবর: ছোটবেলা থেকেই মাটির প্রতি আলাদা টান। মাটি দিয়ে যে কোনও জিনিস অনায়াসেই তৈরি করে । ক্রমেই তা পরিণত হয়েছে নেশায় । সেই নেশা চিকিৎসক হওয়ার পরও এতটুকু কমেনি । প্রতিমা গড়া হোক কিংবা মাটির যে কোনও জিনিস । চিকিৎসক অনুপম ধরের যেন সেসব প্রতিভায় পরিণত হয়েছে । যা রীতিমতো হার মানাবে প্রতিমা শিল্পীদেরও ।

পেশায় চিকিৎসক হওয়ায় অনুপমের গলায় স্টেথোস্কোপ থাকবে । তা দিয়ে তিনি রোগী দেখবেন । প্রয়োজনে রোগীর অস্ত্রোপচারে ছুরি, কাঁচি চালাবেন । এটাই স্বাভাবিক । কিন্তু এসবের বাইরেও ব্যতিক্রমী চিকিৎসক অনুপম ধর । দায়িত্ব সামলে গত 8 বছর ধরে নিজের পারিবারিক পুজোর দুর্গা প্রতিমা গড়ে চলেছেন তিনি । শত ব্যস্ততার মধ্যেও প্রতি বছর সময় বের করে বারাসত নবপল্লীর বাড়িতে চলে আসেন বাড়ির ঠাকুর গড়ার জন্য । এ বছরও তার অন‍্যথা হয়নি । এরপর কাঠামো, রং ও তুলির টানে সেজে ওঠে মায়ের মৃন্ময়ী রূপ । বলা ভালো, চিকিৎসক অনুপমের নিপুণতা এবং দক্ষতায় শোভা পায় দেবী দুর্গা ও তাঁর সন্তানরা ।

বর্তমানে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত রয়েছেন অনুপম । পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালের এসএনসিইউ বিভাগে গুরু দায়িত্ব সামলাচ্ছেন তিনি । তার আগে দিল্লির ইএসআই হাসপাতালে রেসিডেন্ট বিভাগেও কর্মরত ছিলেন শিশু বিশেষজ্ঞ এই চিকিৎসক । চিকিৎসার শত ব্যস্ততা । সেখান থেকে সময় বের করে প্রতি বছর বাড়ির প্রতিমা তৈরির তোড়জোড় শুরু করে দেন অনুপম । প্রায় চার মাস ধরে একটু একটু করে তাঁর হাতের ছোঁয়ায় মৃন্ময়ী রূপ পেয়েছে দুর্গা প্রতিমার ।

ধর পরিবারের বংশধরদের হাত ধরে একসময় এই পুজো বাংলাদেশে শুরু হলেও সেই পুজোয় বর্তমানে বহন করে চলেছেন অনুপমের পরিবারের লোকেরা । আগে ঘটপুজো হলেও বর্তমানে 8 বছর ধরে কাঠামোর উপর প্রতিমা তৈরি করে দুর্গাপুজো হয়ে আসছে চিকিৎসকের বারাসতের বাড়িতে । আর এই আট বছর ধরেই বাড়ির প্রতিমা তৈরি করছেন অনুপম ৷ চিকিৎসকের এই প্রতিভায় তাক লাগিয়ে দিয়েছে সকলকে । তাঁর প্রতিমা গড়ার দক্ষতায় উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও । প্রশংসা করতেও ভুলছেন না তাঁরা।

এই বিষয়ে অনুপম ধর বলেন, "মাটির প্রতি আলাদা টান ও ভালোবাসা থেকেই ঝোঁক বেড়েছে প্রতিমা তৈরির ক্ষেত্রে ।ছোটবেলায় মাটি দিয়ে পুতুল তৈরি করতে করতেই একসময় প্রতিমা তৈরি করতে শুরু করি । সেটাই এখন নেশায় পরিণত হয়েছে । চিকিৎসকের দায়িত্ব সামলেই প্রতিমা তৈরি করি । দেবীদুর্গার অসীম কৃপা যে আমি তাঁর প্রতিমা তৈরি করার কাজে সফল হয়েছি । এর যে আনন্দ তা মুখে প্রকাশ করতে পারব না । তবে নেশা এবং শখ কখনই মৃৎশিল্পীর পেশায় পরিণত করতে চাই না । যদি কখনও কেউ অনুরোধ করে তখন বারোয়ারি প্রতিমা গড়ার বিষয়টি ভেবে দেখব । তার আগে নয় ৷"

চিকিৎসক ছেলের প্রতিমা গড়ার এই কর্মকাণ্ড দেখে গর্বিত মা প্রণতি ধর । তাঁর কথায়,"সবই মায়ের ইচ্ছা । মা না চাইলে এটা হত না । প্রতি বছর ওর (অনুপম) জন্য মা কোনও না কোনও ভালো খবর নিয়ে আসে । এ বছরও ছেলে মেডিক্যালে পরীক্ষা দিয়ে গাইনো বিভাগে সুযোগ পেয়েছে । ছোটবেলা থেকেই ওর প্রতিমা গড়ার অদম্য জেদ ৷ সেই জেদের কাছে একসময় হার মানতে হয়েছে ওর বাবাকেও । আমরা চাই ছেলে এভাবেই মায়ের মূর্তি গড়ে যাক ।"

পরিবার সূত্রে খবর, ষষ্ঠী থেকেই অনুপমদের বাড়ির পুজোতে ভিড় করেন আত্মীয় স্বজনেরা । ষষ্ঠীর অধিবাস এবং মায়ের বোধনের মাধ‍্যমেই শুরু হয়ে যায় এই পারিবারিক পুজো । ষষ্ঠী থেকে নবমী, এই চারদিনই ভোগ থাকে মায়ের জন্য ।ভোগের জন্য অবশ্য নির্দিষ্ট কোনও নিয়ম কিংবা বাঁধন নেই । মাকে বরণ করা হয় 108 পদ্ম দিয়ে । তবে মায়ের জন্য বাইরে থেকে মিষ্টি নিয়ে আসার রীতি নেই এখানে । এটাই ধর পরিবারের বাড়ির পুজোর বিশেষত্ব ।

আরও পড়ুন : রাজ্যে চাকরি নেই, পলিটেকনিক ইঞ্জিনিয়ার হয়েও প্রতিমা তৈরি করে সংসার চালাচ্ছেন প্রদীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.