ETV Bharat / state

Sexual Abuse in Minakhan : মিনাখাঁয় মূক-বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পলাতক প্রতিবেশী যুবক

author img

By

Published : May 2, 2022, 3:53 PM IST

প্রতিবেশী যুবকের লালসার শিকার মূক ও বধির নাবালিকা । দিনের পর দিন তাকে যৌন নির্যাতনের অভিযোগ তোলে নাবালিকা । পলাতক অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ (Sexual Abuse in Minakhan) ।

Sexual Abuse in Minakhan
মিনাখাঁয় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

মিনাখাঁ, 2 মে : মূক ও বধির নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে (Alleged Sexual Abuse of Deaf and Dumb Minor in Minakhan) । কুকীর্তির পর থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত । ঘটনা প্রকাশ্যে আসতেই ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । পলাতক যুবকের খোঁজে তল্লাশি চলছে । তবে অভিযোগ দায়েরের পর কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত । সোমবার নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয় ।

মিনাখাঁর বছর পনেরোর ওই নাবালিকা বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকে । কাজের সূত্রে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকে তার বাবা-মা । এই সুযোগেই দিনের পর দিন ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালাত প্রতিবেশী যুবক । বিষয়টি কাউকে না জানাতে নাবালিকাকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে । ফলে ভয়ে প্রথমে পরিবারের কাউকেই বলতে সাহস পায়নি নির্যাতিতা । এরপর রবিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় গোটা ঘটনাটি পরিবারকে খুলে বলে নাবালিকা । এরপরই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয় মিনাখাঁ থানায় । যদিও তার আগেই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক । ইতিমধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতা নাবালিকার পরিবার ।

মাস তিনেক আগে এই মিনাখাঁ থানা এলাকাতেই এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল জনাকয়েক দুষ্কৃতীর বিরুদ্ধে । সেদিন পিকনিক সেরে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন ওই মহিলা । তখনই গাড়ি আটকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । সেই মিনাখাঁতে ফের নারী নির্যাতনের ঘটনা ঘটল ।

আরও পড়ুন : Hasnabad Rape : হাসনাবাদে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রৌঢ়ের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.