ETV Bharat / state

Bangladeshi arrested at Swarupnagar : স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ, গ্রেফতার 10 বাংলাদেশি

author img

By

Published : Feb 20, 2022, 2:28 PM IST

নেই কোনও বৈধ কাগজপত্র ৷ চোরাপথে ভারতে প্রবেশ করতে গিয়ে স্বরূপনগর সীমান্তে বিএসএফের হাতে পাকড়াও 10 বাংলাদেশি অনুপ্রবেশকারী (10 Bangladeshi arrested at Swarupnagar) ।

10 bangladeshi arrested by BSF at swarupnagar border
স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ, গ্রেফতার 10 বাংলাদেশি

স্বরূপনগর, 20 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ । বৈধ কাগজপত্র ছাড়াই চোরাপথে এ দেশে ঢোকার অপরাধে 10 জন বাংলাদেশিকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা (10 Bangladeshi arrested at Swarupnagar) ।

শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার (North 24 parganas news) স্বরূপনগরের বালতি এলাকায় । পরে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে পুলিশ । ধৃতদের মধ্যে একজন বালক-সহ বেশ কয়েকজন মহিলাও রয়েছেন (Bangladeshi infiltrators arrested) । এদের কারও কাছেই বৈধ নথিপত্র ছিল না বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে । কী উদ্দেশ্যে ধৃতরা এ দেশে প্রবেশ করেছিল তা জানার চেষ্টা চলছে ।

ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা স্বরূপনগরের বালতিতে শনিবার রাতে সীমান্ত পাহারা দেওয়ার কাজ করছিলেন বিএসএফ জওয়ানরা (10 Bangladeshi arrested by BSF) । টহল দেওয়ার সময় তাঁরা লক্ষ্য করেন, চোরাপথে কয়েকজন অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন । তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাদের । তল্লাশি চালিয়ে তাদের কারও কাছ থেকেই বৈধ কোনও কাগজপত্র মেলেনি বলে দাবি বিএসএফ কর্তৃপক্ষের । এরপরই আটক করে 10 অনুপ্রবেশকারীকে নিয়ে যাওয়া হয় বিএসএফ ক্যাম্পে । সেখানে তাদের জেরা করে বিএসএফ জানতে পারে, এরা সকলেই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । চোরাপথে এ দেশে প্রবেশ করে কলকাতায় যাওয়াই তাদের উদ্দেশ্য ছিল বলে জানতে পেরেছে বিএসএফ । কিন্তু সেখানে যাওয়ার কী মতলব ছিল ওই বাংলাদেশিদের, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: Bangladeshi woman arrested by BSF: ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে কোচবিহারে ঢুকে গ্রেফতার বাংলাদেশি যুবতী

ভারত-বাংলাদেশের বসিরহাট ও স্বরূপনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কিংবা চোরাচালানের ঘটনা নতুন কিছু নয় । এর আগেও বিভিন্ন সময়ে এই দুই থানার সীমান্তবর্তী এলাকা দিয়ে নানা ধরনের অবৈধ ঘটনা সামনে এসেছে । কখনও সোনার বিস্কুট, রুপোর গয়না পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়েছে পাচারকারীরা । আবার কখনও নিষিদ্ধ কাফ সিরাপ, মাছের চারাপোনার পাচার রুখে দিয়ে সাফল্য মিলেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের । এবার স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশ রুখে দিয়েও বড়সড় সাফল্য পেল বিএসএফ ।

ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রবিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ ।

আরও পড়ুন: Bangladeshis Detain: ভারতীয় জলসীমা লঙ্ঘন করায় আটক 15 জন বাংলাদেশি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.