ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : অস্থায়ী সিবিআই ক্যাম্পে ধৃত সত্যবান প্রামাণিকের স্ত্রী ও পুত্র

author img

By

Published : Apr 16, 2022, 4:55 PM IST

Updated : Apr 16, 2022, 5:44 PM IST

তপন কান্দু খুনে সত্যবান প্রামাণিকের সঙ্গে দেখা করতে অস্থায়ী সিবিআই ক্যাম্পে এলেন তার স্ত্রী ও পুত্র ৷ শারীরিক খোঁজ-খবর নেওয়ার জন্য সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে আসেন তাঁরা(Jhalda Councillor Murder Case) ৷

Jhalda Councillor Murder Case
সত্যবান প্রামাণিকের সঙ্গে দেখা করতে অস্থায়ী সিবিআই ক্যাম্পে এলেন স্ত্রী ও পুত্র ৷

পুরুলিয়া,16 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ধৃত সত্যবান প্রামাণিকের সঙ্গে দেখা করতে অস্থায়ী সিবিআই ক্যাম্পে এলেন তার স্ত্রী বিমলা প্রামাণিক ও ছেলে সৌরভ প্রামাণিক(Jhalda Councillor Murder Case)।

শনিবার ঝালদা ফরেস্ট গেস্ট হাউসের অস্থায়ী সিবিআই ক্যাম্পে এসে সত্যবান প্রামাণিকের ওষুধপত্র দিয়ে যান তাঁরা, শারীরিক খোঁজখবরও নেন ৷ প্রসঙ্গত, গত 12 এপ্রিল সত্যবান প্রামাণিককে গ্রেফতার করলে জেলা আদালত অভিযুক্তকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক । এরপরই নিজেদের হেফাজতে নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান সিবিআই তদন্তকারী অফিসাররা। শনিবার সত্যবান প্রামাণিকের স্ত্রী ও ছেলে তাঁর শারীরিক খোঁজ-খবর নেওয়ার জন্য সিবিআই অস্থায়ী ক্যাম্পে আসেন। সিবিআই আধিকারিকরা সত্যবানের সঙ্গে তাঁদের কথাও বলান ।

আরও পড়ুন : ধাবায় বসে হত্যার ছক ! তপন কান্দু খুনে প্রথম গ্রেফতার সিবিআইয়ের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ প্রামাণিক বলেন, "বাবা সিবিআই হেফাজতে আছেন, সেখানে কোনও অসুবিধা হয়নি তাঁর । তিনি ভাল আছেন । সিবিআই তদন্তে আমরা খুশি । পুলিশের থেকে যথেষ্ট ভাল তদন্ত করছে সিবিআই । সঠিক তদন্ত হলে বাবা আবার বেরিয়ে আসবে।"

Last Updated : Apr 16, 2022, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.