পুরুলিয়া, 7 মে : লকডাউনের মাঝে বনদপ্তরের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ তুলল আদিবাসী কুড়মি সমাজ ৷ এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ আরও চার রাজ্যে 10 মে থেকে লাগাতার 7 দিন ব্যাপী আন্দোলনের পথে নামতে চলেছে তারা ৷ আজ পুরুলিয়া শহরের একটি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান আদিবাসী কুড়মি সমাজ নেতা অজিত প্রসাদ মাহাত ৷
অজিত প্রসাদ মাহাত বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "লকডাউন চলাকালীন পুরুলিয়ার কোটশিলা থানার মামুডি, সুপুরডি, গোবিন্দপুর এলাকায় জঙ্গল রাতে কেটে সাফ করে দিয়েছে বন দপ্তর ৷ আদিবাসীদের জল-জঙ্গল-জমি ধ্বংস করার অধিকার কারও নেই ৷ আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ 10 মে থেকে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসম এই চার রাজ্যে লাগাতার 7 দিন ব্যাপী আন্দোলন চলবে ৷ আমরা চাই সমাজের সকল শ্রেণির মানুষ আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়াক ৷ "
তিনি আরও বলেন, " একদিকে যখন দেশের চরম পরিস্থিতিতে পুলিশ-প্রশাসন, স্বাস্থ্যদপ্তর জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের কর্তব্য পালন করে চলেছে, সাধারণ মানুষও তাদের সহায়তা করছে ৷ অভাব অনটনের মধ্যেও গৃহবন্দী রয়েছে মানুষ ৷ অন্যদিকে, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হেক্টরের উপর হেক্টর জমি ধ্বংস করে চলেছে বনদপ্তর ৷ এর ফলে যেমন একদিকে পুরুলিয়ার সৌন্দর্যকে ধ্বংস করা হচ্ছে ৷ তেমনই পরিবেশও ধ্বংস হচ্ছে ৷ এসব ঘটনা পুলিশ প্রশাসনের নজরে পড়ে না কেন? তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বনকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি ৷ পাশাপাশি, লাগাতার আন্দোলনের পথে নামতে চলেছি ৷ "