ETV Bharat / state

অবৈধভাবে গাছ কাটার অভিযোগে আন্দোলনের পথে পুরুলিয়ার কুড়মি সমাজ

অজিত প্রসাদ মাহাত বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, লকডাউন চলাকালীন পুরুলিয়ার কোটশিলা থানার মামুডি, সুপুরডি, গোবিন্দপুর এলাকায় জঙ্গল রাতের অন্ধকারে কেটে সাফ করে দিয়েছে বনদপ্তর ৷

adibasi_kurmi_somaj_of_purulia_is_going_to_agitation_in_four_state_against_forest_department
অবৈধভাবে গাছ কাটার অভিযোগে আন্দোলনের পথে পুরুলিয়ার কুড়মি সমাজ
author img

By

Published : May 8, 2020, 1:23 AM IST

পুরুলিয়া, 7 মে : লকডাউনের মাঝে বনদপ্তরের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ তুলল আদিবাসী কুড়মি সমাজ ৷ এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ আরও চার রাজ্যে 10 মে থেকে লাগাতার 7 দিন ব্যাপী আন্দোলনের পথে নামতে চলেছে তারা ৷ আজ পুরুলিয়া শহরের একটি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান আদিবাসী কুড়মি সমাজ নেতা অজিত প্রসাদ মাহাত ৷

অজিত প্রসাদ মাহাত বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "লকডাউন চলাকালীন পুরুলিয়ার কোটশিলা থানার মামুডি, সুপুরডি, গোবিন্দপুর এলাকায় জঙ্গল রাতে কেটে সাফ করে দিয়েছে বন দপ্তর ৷ আদিবাসীদের জল-জঙ্গল-জমি ধ্বংস করার অধিকার কারও নেই ৷ আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ 10 মে থেকে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসম এই চার রাজ্যে লাগাতার 7 দিন ব্যাপী আন্দোলন চলবে ৷ আমরা চাই সমাজের সকল শ্রেণির মানুষ আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়াক ৷ "

তিনি আরও বলেন, " একদিকে যখন দেশের চরম পরিস্থিতিতে পুলিশ-প্রশাসন, স্বাস্থ্যদপ্তর জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের কর্তব্য পালন করে চলেছে, সাধারণ মানুষও তাদের সহায়তা করছে ৷ অভাব অনটনের মধ্যেও গৃহবন্দী রয়েছে মানুষ ৷ অন্যদিকে, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হেক্টরের উপর হেক্টর জমি ধ্বংস করে চলেছে বনদপ্তর ৷ এর ফলে যেমন একদিকে পুরুলিয়ার সৌন্দর্যকে ধ্বংস করা হচ্ছে ৷ তেমনই পরিবেশও ধ্বংস হচ্ছে ৷ এসব ঘটনা পুলিশ প্রশাসনের নজরে পড়ে না কেন? তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বনকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি ৷ পাশাপাশি, লাগাতার আন্দোলনের পথে নামতে চলেছি ৷ "

পুরুলিয়া, 7 মে : লকডাউনের মাঝে বনদপ্তরের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ তুলল আদিবাসী কুড়মি সমাজ ৷ এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ আরও চার রাজ্যে 10 মে থেকে লাগাতার 7 দিন ব্যাপী আন্দোলনের পথে নামতে চলেছে তারা ৷ আজ পুরুলিয়া শহরের একটি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান আদিবাসী কুড়মি সমাজ নেতা অজিত প্রসাদ মাহাত ৷

অজিত প্রসাদ মাহাত বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "লকডাউন চলাকালীন পুরুলিয়ার কোটশিলা থানার মামুডি, সুপুরডি, গোবিন্দপুর এলাকায় জঙ্গল রাতে কেটে সাফ করে দিয়েছে বন দপ্তর ৷ আদিবাসীদের জল-জঙ্গল-জমি ধ্বংস করার অধিকার কারও নেই ৷ আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ 10 মে থেকে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসম এই চার রাজ্যে লাগাতার 7 দিন ব্যাপী আন্দোলন চলবে ৷ আমরা চাই সমাজের সকল শ্রেণির মানুষ আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়াক ৷ "

তিনি আরও বলেন, " একদিকে যখন দেশের চরম পরিস্থিতিতে পুলিশ-প্রশাসন, স্বাস্থ্যদপ্তর জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের কর্তব্য পালন করে চলেছে, সাধারণ মানুষও তাদের সহায়তা করছে ৷ অভাব অনটনের মধ্যেও গৃহবন্দী রয়েছে মানুষ ৷ অন্যদিকে, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হেক্টরের উপর হেক্টর জমি ধ্বংস করে চলেছে বনদপ্তর ৷ এর ফলে যেমন একদিকে পুরুলিয়ার সৌন্দর্যকে ধ্বংস করা হচ্ছে ৷ তেমনই পরিবেশও ধ্বংস হচ্ছে ৷ এসব ঘটনা পুলিশ প্রশাসনের নজরে পড়ে না কেন? তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বনকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি ৷ পাশাপাশি, লাগাতার আন্দোলনের পথে নামতে চলেছি ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.