ETV Bharat / state

বিদ্যুতের খুঁটি পোঁতা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উপ-প্রধানকে মারধর

author img

By

Published : Jun 5, 2020, 8:25 AM IST

Updated : Jun 5, 2020, 2:32 PM IST

বিদ্যুতের খুঁটি পোঁতা নিয়ে পঞ্চায়েত উপ-প্রধান ও অঞ্চল সভাপতির বচসা । উপ-প্রধানকে মারধরের অভিযোগ । যার প্রতিবাদে অঞ্চল সভাপতির বাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ উপ-প্রধান অনুগামীদের । পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনা ।

ছবি
ছবি

কাঁথি, 5 জুন : আমফানে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর জেলা । বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় এখনও বিদ্যুৎহীন বেশ কিছু এলাকা । এই পরিস্থিতিতে বিদ্যুতের খুঁটি পোঁতা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । কাঁথি বসন্তিয়া এলাকার তৃণমূলের উপ-প্রধানকে মারধর তৃণমূলেরই আর একটি গোষ্ঠীর । ঘটনায় BDO-র কাছে পদত্যাগ পত্র জমা দিলেন 18 জন পঞ্চায়েত সদস্য ।

ঘটনাটি কাঁথি 2 নম্বর ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের । গতকাল বিদ্যুতের খুঁটি পোঁতার দাবিতে তৃণমূলের অঞ্চল সভাপতি সমর ভুঁইয়া কয়েকজন এলাকাবাসী ও তৃণমূল সমর্থককে নিয়ে বসন্তিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে যান । সেখানে দু'এক কথায় সমরবাবুর সঙ্গে কথা কাটাকাটি হয় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তুষার পাত্রর । অভিযোগ, এরপর হঠাৎই সকলের সামনে সমর ভুঁইয়া তুষার পাত্রকে চড় মারেন । অভব্য আচরণও করা হয় তাঁর সঙ্গে ।

এরপর তুষার পাত্রর অনুগামীরা এই ঘটনার প্রতিবাদে সমর ভুঁইয়ার বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় । এতেই শেষ নয়, এরপর তারা মুকুন্দপুর বাজারের কাছে কাঁথি-রসুলপুর রাজ্য সড়ক অবরোধ করে । পরে কাঁথি থানা পুলিশ ঘটনাস্থানে গেলে অবরোধ ওঠে । অন্যদিকে, বিষয়টির প্রতিবাদ জানিয়ে গ্রাম পঞ্চায়েতের 18 জন সদস্য কাঁথি 2 নম্বর ব্লকের BDO- র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ।

কাঁথিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এবিষয়ে তুষার পাত্র বলেন, "সমর ভুঁইয়ার নেতৃত্বে আমার উপর মারধর চলেছে । এটা নতুন নয়, প্রায় প্রতিদিনই গ্রাম পঞ্চায়েত অফিসে এসে আমাকে এবং আমাদের অন্যান্য কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন সমর ভুঁইয়া । গুন্ডাবাহিনী নিয়ে অফিসে দাদাগিরি করেন । অফিস চলাকালীন আমার উপর ছড়াও হন । " কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা এবিষয়ে বলেন, "প্রায় সব সময় পঞ্চায়েত অফিসে এসে তৃণমূলের অঞ্চল সভাপতি সমর ভুঁইয়া দাদাগিরি করে । এই দিন আচমকাই অঞ্চলের উপ-প্রধানকে মারধর শুরু করে । তারপর অঞ্চল থেকে পালিয়ে যায় । শুধু ওঁর সঙ্গেই নয়, সমর ভুঁইয়া গ্রামে অনেক সঙ্গেই এমন ব্যবহার করে বলে অভিযোগ আছে ।"

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সমর ভুঁইয়া । তিনি বলেন, "এইদিন পঞ্চায়েতে কোনও ধরনের মারধরের ঘটনা ঘটেনি ।এবং কোনভাবেই আমি এমন কোনও ঘটনার সঙ্গে যুক্ত নই । আমাকে ফাঁসানো হচ্ছে ।" এবিষয়ে উলটে তাঁর অভিযোগ, তুষার পাত্রর অনুগামীরাই তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে ।

Last Updated : Jun 5, 2020, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.