ETV Bharat / state

Panchayat Elections 2023: ঘর সামলাতে সুফিয়ান গোষ্ঠীর নির্দল সমর্থক-সহ 43 জনকে বরখাস্ত করল জেলা তৃণমূল

author img

By

Published : Jun 29, 2023, 11:03 PM IST

Etv Bharat
তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র

নির্দলে নাম লেখানোর শাস্তি! মনোনয়ন প্রত্যাহার করতে বলার পরেও তা না করায় 43 জন তৃণমূল নেতাকে বহিষ্কার করল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল ৷

নির্দল সমর্থক-সহ 43 জনকে বহিষ্কার করল তমলুক জেলা তৃণমূল

তমলুক, 29 জুন: দলবিরোধী কার্যকলাপের জন্য অবশেষে 43 জন তৃণমূল নেতাকে বরখাস্ত করলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র । রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বাকি রয়েছে আর মাত্র 9 দিন । তার আগেই দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি । বৃহস্পতিবার 43 জন দলীয় নেতাকে দল থেকে বরখাস্ত করেন । এদের মধ্যে অনেকেই সুফিয়ান গোষ্ঠীর নির্দল প্রার্থী ও নির্দল সমর্থিত নেতৃত্বরা রয়েছেন । বাকি তমলুক সাংগঠনিক জেলার অন্যান্য নির্দল প্রার্থী বা কেউ কেউ নির্দল প্রার্থীদের সমর্থক হিসেবে কাজ করছেন । তাই নির্দলদের দলে ঠাঁই নেই বলে এদিন তমলুক সাংগঠনিক জেলা থেকে সুফিয়ান অনুগামী-সহ 43 জনকে বরখাস্ত করল তৃণমূল ।

ঘোষণা হওয়ার পরও দলীয় কর্মীদের চাপে তৃণমূলকে রাতারাতি প্রার্থীপদ বদল করতে হয়েছিল নন্দীগ্রামে থেকে । তারপর খুব বিক্ষোভ উঠতে শুরু করে নন্দীগ্রামে । অবশেষে সুফিয়ান গোষ্ঠীর বেশ কয়েকজন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । তাদের বারবার অনুরোধ করা হয়েছিল দলের স্বার্থে মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য । কিন্তু সুফিয়ান অনুগামীরা দলের নির্দেশ অমান্য করেই প্রার্থীপদ বহাল রাখেন । এদিন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র সুফিয়ান অনুগামী-সহ 43 জন দলীয় নেতৃত্বদের বরখাস্ত করেন । এদিন তিনি জানান, দলের নির্দেশ মেনেই এই 43 জনকে বরখাস্ত করা হয়েছে ।

আরও পড়ুন : লোকসভা ভোটে বাংলায় শাহী টার্গেটকেও ছাপিয়ে গেলেন শুভেন্দু

এদিন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র এক সাংবাদিক বৈঠক করে এই সমস্ত তৃণমূল নেতৃত্বকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন । নন্দীগ্রাম বঙ্গ জননী কমিটির ব্লক প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন, নন্দীগ্রাম 2 ব্লকের সদস্য সঞ্চিতা প্রধান দে, আফসানা বিবি-সহ মোট 43 জন দলীয় নেতৃত্বদের বরখাস্ত করা হয়েছে । আর এই বহিষ্কারকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক । বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এগুলো শুধু আই ওয়াশ ছাড়া আর কিছু নয় । আজ দলের অস্তিত্ব বিপন্ন হয়েছে । নিজেদের অস্তিত্ব রক্ষা করতে শাসকদল এইভাবে ভালো হওয়ার চেষ্টা করছে । এতে খুব একটা লাভ হবে না । কারণ মানুষ জেনে গিয়েছে এদের আসল রূপ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.