ETV Bharat / state

Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটে ব্যালট বাক্সের চুরি রুখতে বিশেষ সিলের ব্যবস্থা, ঘোষণা শুভেন্দুর

author img

By

Published : Jul 5, 2023, 10:04 PM IST

ভোট বাক্স লুঠ রুখতে বিশেষ ব্যবস্থার ঘোষণা শুভেন্দু অধিকারীর ৷ বিশেষ সিলের ব্যবস্থা করা হবে ৷ সরকারও জানে না সেই বিশেষ সিলের কথা ৷ জানালেন শুভেন্দু ৷

suvendu
পঞ্চায়েত ভোটে ব্যালট

ভোট বাক্স লুঠ রুখতে বিশেষ ব্যবস্থার ঘোষণা শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, 5 জুলাই: ব্যালট বক্স চুরি রুখতে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর ৷ ভোটের পর ভোট বাক্স গালা দিয়ে বিশেষ করে সিল করে দেওয়া হবে ৷ বাক্সের উপর সিল লাগানোর জন্য থাকবে দলীয় প্রতীক ৷ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের টাকাপুরাতে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে শুভেন্দুর জোরদার কটাক্ষ ৷ যেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 'ভোট বাক্স চুরি'র অভিযোগ তোলেন শুভেন্দু ৷ সেই চুরি রুখতেই বিশেষ ব্যবস্থার কথা জানালেন তিনি ৷ বিরোধী দলনেতার কটাক্ষ, "বিশেষ সিলের ব্যবস্থা করেছি। সেই সিল কী ধরনের সেটা সরকারও জানে না। এমনকি সরকারি কর্মচারীরাও জানেন না। বিশেষ সিল প্রত্যেকটা বুথে বুথে আমি পাঠিয়ে দেব । যাতে ভোট লুট না-করতে পারে।"

পঞ্চায়েত ভোটের দিন যত এগোচ্ছে ততই শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শুভেন্দু ৷ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় জনসভা সহ বিভিন্ন কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর ৷ যেখানে ভোট ঘিরে চলা হিংসা, মৃত্যু নিয়েও বক্তব্য রাখেন তিনি ৷ শুভেন্দু বলেন, "আপনারা দেখছেন 16 থেকে 19 হয়েছে মৃতের সংখ্যা। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীবা সিনহা দায়ী। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে দেওয়া হচ্ছে ৷ আমি খোঁজ নিলাম জাতীয় সড়কে এদের প্যারেড করাচ্ছে। রাজ্য সরকার মৃত্যু চাইছে।"

ভোট হিংসাকে সামনে রেখেই ভোট লুঠের সম্ভাবনাকে বারবার প্রতিষ্ঠিত করলেন শুভেন্দু ৷ মানুষকে সচেতন করেই জানান, তাঁদের ভোট যেন কোনওভাবে লুঠ না হয় ৷ প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে ৷ স্ট্রং রুমের জানালা-দরজা ঠিক করে সিল করা আছে কি না, তা দেখার কথাও বললেন শুভেন্দু ৷ এমনকি তিনি নিজে ময়দানে নামবে বলেও জানান বিধানসভার বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন: দেগঙ্গায় নিহত নাবালকের পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের, আর্থিক সহায়তার আশ্বাস

বিজেপি পঞ্চায়েত ভোটে জিতলে অরাজকতা অবসান হবে বলেই জানান শুভেন্দু ৷ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লক্ষ্ণী ভান্ডার' প্রকল্পের সমালোচনাও করেন শুভেন্দু ৷ জানান, ভোটে জিতলে বিজেপি লক্ষী ভান্ডাররে নাম পালটে 'অন্নপূর্ণা ভান্ডার' রাখবে ৷ রাজ্যের মহিলাদের প্রাপ্য তাঁরা পাবেন ৷ পঞ্চায়েত ভোটের ঠিক তিন দিন আগে ভোট-লুঠের আশঙ্কাকে সামনে রেখেই জনসভায় ঝড় তুললেন শুভেন্দু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.