ETV Bharat / state

Panchayat Elections 2023: চোরমুক্ত পঞ্চায়েতের ডাক দিয়ে প্রার্থীদের নিয়ে টোটোয় ভোট প্রচার শুভেন্দুর

author img

By

Published : Jun 25, 2023, 7:37 PM IST

রবিবারের দিনে জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ টোটো করে এ দিন ভোট প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে ৷

election campaign
পঞ্চায়েত নির্বাচন

প্রার্থীদের নিয়ে টোটোতে ভোট প্রচার শুভেন্দুর

ভীমপুর, 25 জুন: চোরমুক্ত পঞ্চায়েত চাই ৷ নির্বাচনে এই স্লোগানকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছে বিজেপি ৷ রবিবার জঙ্গলমহলে মিছিল করে ভোট প্রচার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এ দিন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা এই মিছিলে অংশগ্রহণ করেন । হাঁটার পাশাপাশি টোটো নিয়ে মিছিল করেন শুভেন্দু ।

প্রসঙ্গত, আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়ন প্রত্যাহার পর্ব । এবার ভোট প্রচারের পালা ৷ প্রার্থীদের হয়ে শাসক বিরোধী শিবির সকলেই ভোট প্রচারে নামতে শুরু করেছে । সেই প্রচারেই এবারে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী এলাকা ভীমপুর ও পীড়াকাটায় এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

তিনি এ দিন এলাকার সমস্ত বিজেপি প্রার্থীদের নিয়ে ভোট প্রচারে নামেন । প্রচারের প্রথম পর্বে হেঁটে তিনি ভীমপুর থেকে মিছিল করেন । রাস্তার ধারে মানুষজনের থেকে বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেন ৷ এরপর শুভেন্দু টোটো করে পীড়াকাটা পর্যন্ত এসে প্রচার সারেন । বিজেপি কর্মী সমর্থক থেকে নেতারা এই মিছিলে যোগদান করেছিলেন ৷ এক বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, "নির্বাচনে চোর মুক্ত পঞ্চায়েত চাই । যদি মানুষ ভোট দিতে পারে তাহলে এই চোর তৃণমূল আর থাকবে না ।"

আরও পড়ুন: মঙ্গলে নদিয়া থেকে পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের, 5 জুলাই পর্যন্ত ঘুরবেন একাধিক জেলায়

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট কেবল আর কয়েকদিনের অপেক্ষা ৷ কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলেছে নানা টালবাহানা ৷ তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর প্রথম দফায় রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী ৷ জেলায় জেলায় শুরু হয়েছে রুট মার্চ। সোমবার উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা শুরু করবেন ৷ যার প্রথম কর্মসূচি রয়েছে নদিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.