ETV Bharat / state

Panchayat Election Campaign: অভিনব ভোটের প্রচার, বড়দিনের কেক হাতে বাড়ি বাড়ি পঞ্চায়েত প্রধান

author img

By

Published : Dec 25, 2022, 8:32 PM IST

নির্ঘণ্ট ও নমিনেশন নেই, তবে তার আগেই বড়দিনের কেক দিয়ে ভোটের প্রচার (Panchayat Election Campaign) শুরু করলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ৷

ETV Bharat
বড়দিন থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু

বড়দিনের কেক হাতে বাড়ি বাড়ি পঞ্চায়েত প্রধান

খড়গপুর, 25 ডিসেম্বর: এখনও অবধি নির্বাচন কমিশনের (Election Commission) তরফে পঞ্চায়েত ভোট সম্পর্কিত কোনও নোটিশ জারি হয়নি ৷ জানানো হয়নি কোনও নির্ঘণ্ট ৷ কিন্তু তার আগেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল । গ্রাম বাংলায় জোড়া ফুলকে আবার ফুটিয়ে তুলতে ইতিমধ্যে খড়গপুর লছমাপুরের রাধানগর এলাকায় দুয়ারে দুয়ারে বড়দিনের কেক দিয়ে প্রচার সারছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান নান্টু দোলুই (TMC Panchayat Election Campaign) ।

খড়গপুর দুই নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান নান্টু দোলুই । তার এলাকা রাধানগর গ্রামে আগামী পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিলেন তিনি ৷ তাও আবার কেক দিয়ে । মূলত বড়দিন উপলক্ষ্যে শনিবার রাত থেকে নান্টু এই প্রচার শুরু করেন ৷ সান্তা ক্লজের পোশাক পরে হাতে কেক নিয়ে তিনি হাজির হচ্ছেন বাড়ি বাড়ি । তবে শুধু নিজে নন, সঙ্গে রয়েছেন কর্মী-সমর্থকরা ৷ তাঁরা তৃণমূলের হয়ে স্লোগান দিয়ে রাধানগর এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন (Pradhan with cakes start Campaigning for Panchayat Election) ।

প্রথমে বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছেন তাঁরা ৷ এরপর বাড়ির লোক দরজা খুলে বেরিয়ে এলেই তাদের হাতে তুলে দিচ্ছেন বড়দিনের কেক । এরই সঙ্গে তিনি এই এলাকার মানুষদের কাছে হাত জোড়ো করে বিনীতভাবে আবেদন করছেন সামনের পঞ্চায়েত নির্বাচনে পুনরায় তাঁকে যেন বিপুল ভোটে তারা জয়ী করে । এই ভোটে যেন মানুষ জোড়া ফুলেই ভোট দেয় সেই আবেদনও করছেন তিনি ।

এ দিন নান্টু দোলুই বলেন, "বড়দিন উপলক্ষ্যে এবং তার সঙ্গে 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, দুটো মিলিয়েই একাধিক কর্মসূচি নিয়েছে শাসক দল । আমরা সারা বছরই মানুষের পাশে থাকি ৷ তাই মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমরা এই বড়দিনের কেক দিয়েই প্রচার শুরু করলাম । মানুষ যাতে কোনওভাবেই জোড়া ফুল ছাড়া অন্য কোথাও ভোট না দেয় ৷ তার জন্য আগে থেকেই আমরা এই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিলাম এলাকায় এলাকায় গিয়ে ।"

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, 2 জানুয়ারি সভাতেই তৈরি হবে জনসংযোগের রূপরেখা

উল্লেখ্য, যত পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023) এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় সামনে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ তৃণমূলের অন্তরেই মতবিরোধ দেখা দিচ্ছে ৷ যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে ৷ চাকরি দুর্নীতি-সহ আবাস যোজনা একাধিক ক্ষেত্রে নাম জড়িয়েছে তৃণমূলের ৷ এরপর 2023 এর পঞ্চায়েত নির্বাচনে কতগুলো আসন তৃণমূল জিততে পারবে, তাই এখন দেখার অপেক্ষা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.