ETV Bharat / state

Spinal Muscular Atrophy: বিরল স্নায়ুরোগ! খুদের চিকিৎসার খরচ 18 কোটি, আর্থিক সাহায্যের আবেদন পরিবারের

author img

By

Published : May 5, 2023, 10:57 PM IST

Updated : May 6, 2023, 12:00 PM IST

স্নায়ুর বিরল রোগ স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রোফি (SMA) আক্রান্ত ন' বছরের আয়ুষ ৷ বড় হয়ে হতে চায় মহাকাশ বিজ্ঞানী ৷ ছোট্ট আয়ুষের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম তার পরিবার ৷ চিকিৎসার খরচ জোগাতে আর্থিক সাহায্যের আবেদন পরিবারের ৷

Etv Bharat
স্নায়ু রোগে আক্রান্ত আয়ুষ

বিরল স্নায়ুরোগ! খুদের চিকিৎসার খরচ 18 কোটি

মেদিনীপুর, 5 মে: বিরল স্নায়ুর রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি ৷ সারা ভারতবর্ষ জুড়ে হয়তো 500 জন এই বিরল রোগে আক্রান্ত । যাদের মধ্যে 9 বছরের আয়ুষ মান্না একজন ৷ বড় হয়ে ইচ্ছা মহাকাশ বিজ্ঞানী হওয়ার । কিন্তু বিছানা আর হুইলচেয়ারে করে বড় হয়ে ওঠা আয়ুষের স্বপ্ন পূরণের পথে প্রধান বাধা তার শারীরিক সমস্যা ৷ তাই ছেলের চিকিৎসার জন্য অর্থের আবেদন দম্পত্তির । তার মা-বাবার আর্তি, এক টাকা করে দিয়েও বাঁচিয়ে দিন আমার ফুটফুটে ছেলেটাকে ।

9 বছরের ছোট্ট আয়ুষও বিভিন্ন ট্যালেন্টের অধিকারী । তবলা বাজানো, ছবি আঁকা, হাতের লেখা সঙ্গে কবিতা ও গান, সবকিছুই তার ভালো লাগে । সাধারণ জ্ঞানেও তুখোড় সে ৷ ইতিমধ্য়েই বিলুপ্ত হয়ে যাওয়ার ডাইনোসরের বিভিন্ন প্রজাতির ইতিহাসও সে জেনে গিয়েছে । তৃতীয় শ্রেণির পড়ুয়া হলেও সাধারণ জ্ঞানে কম যায় না ৷ কিন্তু বাধ সেজেছে স্নায়ুর বিরল রোগ ৷

Financial Help
আর্থিক সাহায্যের আবেদন আয়ুষের পরিবারের

আয়ুষের বাবা- মায়ের কথায়, প্রথমেই ধরা পড়েনি সেই রোগ ৷ আস্তে আস্তে বড় হবার পরেই এই রোগ ধরা পড়ে ৷ এই রোগের চিকিৎসার জন্য খরচ প্রায় 18 কোটি ৷ যাতে আগামী 15 বছর তাকে বাঁচিয়ে রাখা য়ায় ৷ এখনই প্রয়োজন 5 কোটি টাকার ওষুধ ৷ আয়ুষের বাবা এই একটি বিমা সংস্থায় কর্মরত ৷ তাই তাঁর পক্ষে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা বেশ কঠিন ৷

আরও পডু়ন : পেশির বিরল রোগ থেকে ছেলেকে বাঁচাতে মায়ের করুণ আর্তি

প্রথমে যদিও টাকা সংস্থান নিয়ে যে আশঙ্কা দেখা দিয়েছিল পরবর্তীকালে অনেকে এগিয়ে আশায় অনেকটা সমাধান হয়েছে ৷ তবে বর্তমানে পাঁচ কোটি টাকা সংস্থান করতে গিয়েই আঁতকে উঠছে এই পরিবার । আয়ুষের নামে একটি সোশাল সাইটে পেজ খোলা হয়েছে ৷ যেখানে আবেদন করা হয়েছে দয়া করে এক টাকা দিয়ে হলেও আয়ুষকে বাঁচিয়ে রাখুন আপনারা। সেই কাতর আবেদনে সাড়া দিয়ে সোশাল সাইটে অনেকেই এগিয়ে এসেছেন এগিয়ে আসতে চাইছেন । তবে প্রচারের আলো না পাওয়ায় পাঁচ কোটি সংস্থানে আতঙ্কিত এই পরিবার চাইছেন অন্তত এক টাকা করে হলেও সাহায্য । সকলের সাহায্যে হয়ত ডানা মেলবে আয়ুষের মহকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ৷

Last Updated : May 6, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.