ETV Bharat / state

Water Problem in Ghatal : তিন বছর ধরে পানীয় জলের চরম সমস্যা, ময়দানে সিপিএম

author img

By

Published : May 5, 2022, 4:03 PM IST

পানীয় জলের সমস্য়ায় জেরবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা (Ghatal Municipality residents face water problem in Paschim Medinipur) । ফলে ক্ষোভে ফুঁসছেন পৌরবাসী । আর এই সমস্যাকে হাতিয়ার করে ময়দানে নামল সিপিআইএম ৷ এলাকায় দিল পোস্টার ৷

Ghatal Water Problem news
ঘাটালে পানীয় জলের চরম সমস্যা

ঘাটাল, 4 মে : তৃণমূল পরিচালিত পৌরসভায় তিন বছর ধরে পানীয় জলের চরম সমস্যা (Ghatal Municipality residents face water problem in Paschim Medinipur) ৷ ক্ষোভে ফুঁসছেন পৌরবাসী । সেই জল সমস্যাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে সিপিআইএম ৷ তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে এলাকাবাসীকে স্বচ্ছ পানীয় জল দেওয়ার দাবি তুলে বিভিন্ন জায়গায় পোস্টারে পোস্টারে ছয়লাপ করল সিপিআইএম । জল সমস্যার কথা মেনে নিয়েছে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড ৷ আশ্বাস দিয়েছে সমাধানের । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ।

আরও পড়ুন : পরিষেবা,পানীয় জলের সমস্যা, খতিয়ে দেখতে কোভিড হাসপাতালে স্বাস্থ্য টিম

ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্য়া দেখা দিয়েছে ৷ কল আছে, তবে সেই কল থেকে পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার জন্যই সমস্যায় ভুগছেন ওয়ার্ডের বাসিন্দারা । ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বারেবারে পৌরসভায় আবেদন জানিয়েও পানীয় জলের সুব্যবস্থা করেনি তৃণমূল পরিচালিত পৌরসভা । পৌরবাসীকে পানীয় জল দিতে ব্যর্থ পৌরসভা, এই অভিযোগ তুলে পৌরবাসীর সমর্থন পেতে ময়দানে নেমেছেন সিপিএম নেতা-কর্মীরা ।

তিন বছর ধরে পানীয় জলের চরম সমস্যা ! পোস্টার দিল সিপিআইএম

যদিও পানীয় জলের সমস্যা রয়েছে তা স্বীকার করেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা । তবে জল নিয়ে সিপিএম রাজনীতি করছে বলে কটাক্ষ করেন তিনি । এদিন তিনি বলেন, "নতুন পাম্প দ্রুত চালু হবে ৷ জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে ।"

এদিকে এলাকার মানুষজনের অভিযোগ, বারেবারে পৌরসভা থেকে তাঁদের পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ হয়নি । এখন দেখার কবে পৌরবাসী পর্যাপ্ত পরিমাণে সঠিক পানীয় জল পান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.