ETV Bharat / state

Mansuka Bridge Visited: 2 বছরে মাত্র দুটি পিলার! তড়িঘড়ি নির্মীয়মাণ সেতু পরিদর্শনে জেলাশাসক

author img

By

Published : Nov 2, 2022, 1:50 PM IST

থমকে থাকা ব্রিজ নির্মাণের কাজ খতিয়ে দেখলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েসা রানি এ (Ayesha Rani A) ৷ আগামী এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কড়া নির্দেশও দেন তিনি ।

Mansuka Bridge Visited
ব্রিজ নির্মাণের কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক

ঘাটাল, 2 নভেম্বর: ঘাটালের মনশুকার ঝুমি নদীর উপর থমকে থাকা ব্রিজ নির্মাণের কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক (Mansuka Bridge Visited) । শিলান্যাসের প্রায় দু'বছরেও কাজ কিছুই হয়নি এমন অভিযোগ পেয়ে ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠান ৷ আগামী এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কড়া নির্দেশও দেন ।

দীর্ঘ জল্পনার পর 2021 সালের 22 জানুয়ারি রাজ্যের তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে শিলান্যাস হয়েছিল ঘাটাল ব্লকের মনসুকা 1 গ্রাম পঞ্চায়েতের ঝুমি নদীর উপর মনশুকা ব্রিজের । শিলান্যাসের পর কাজ শুরু হলেও গত প্রায় 2 বছরে দফায় দফায় বন্ধ থেকেছে নির্মাণকাজ । ফলস্বরূপ ব্রিজ নির্মাণের পিলারটুকুও গড়ে ওঠেনি এখনও । এই নিয়ে ঠিকাদার সংস্থা নানান সময় নানান অজুহাত দেখিয়েছে ৷ কখনও বন্যা, কখনও ইমারতি দ্রব্যের সাপ্লাই সংক্রান্ত সমস্যা, আবার কখনও জোয়ারের জলের ভ্রুকুটির কথা তুলে ধরেছে ঠিকাদার সংস্থা । কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল গত শীতে যখন ব্রিজ নির্মাণের অনুকুল পরিবেশ ছিল তখনও কোনও অজানা কারণে নির্মাণ কাজ বন্ধ ছিল ।

ব্রিজ নির্মাণের কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক

আরও পড়ুন: পোস্তার সেতু কাটমানি দিয়ে তৈরি হচ্ছিল, মোরবির সঙ্গে তার তুলনা হয় না ! তোপ বঙ্গ বিজেপির

গত দু'বছরে নদীগর্ভে কেবল মাত্র কয়েকটি পিলার নির্মাণের আংশিক কাজ দেখা গিয়েছে । দিনের পর দিন ব্রিজ নির্মাণ নিয়ে ক্ষোভ বাড়ছে দুই পারের হাজার হাজার মানুষের । সূত্র মারফত সেই ক্ষোভের কথা জানতে পারেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েসা রানি এ (Ayesha Rani A) ৷ মঙ্গলবার তিনি মনশুকা ব্রিজ নির্মাণ স্থান পরিদর্শনে যান ৷ ডেকে পাঠান ঠিকাদার সংস্থাকে । কেন কাজে এতো দেরি হচ্ছে সে-সম্পর্কে বিস্তারিত জানতে চান । আগামী এক বছরের মধ্যে অর্থাৎ বন্যার আগেই নির্মাণ কাজ শেষ করার টাইম লাইন বেঁধে দেন জেলাশাসক । প্রসঙ্গত, মনশুকা ব্রিজের বরাদ্দ ব্যয় 16 কোটি 70 লক্ষ টাকা । ব্রিজটি চওড়ায় হবে প্রায় 8 মিটার এবং লম্বায় হবে 128 মিটার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.