ETV Bharat / state

Unnatural Death in Asansol: লিভ-ইন পার্টনারের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার মহিলা

author img

By

Published : Feb 7, 2023, 10:36 AM IST

আসানসোলে লিভ-ইন পার্টনারের রহস্যমৃত্যুর (Unnatural Death in Asansol) ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে ৷ জানা গিয়েছে, মৃত যুবকের বিষপান করে মৃত্যু হয়েছে ৷ ঘটনায় মাম্পি সিং নামে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Unnatural Death in Asansol ETV BHARAT
Unnatural Death in Asansol

আসানসোল, 7 ফেব্রুয়ারি: লিভ-ইন পার্টনারকে বিষ খাইয়ে খুনের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের ঘুসিক এলাকায় ৷ মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে (Woman Arrests Over live-in Partner Unnatural Death) ৷ পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মুকেশ বার্নওয়াল ৷ তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মুকেশের লিভ-ইন পার্টনার মাম্পি সিংকে ৷ তিনি বিবাহিত এবং দুই সন্তান রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

ঠিক কী ঘটেছিল ?

পুলিশি তদন্তে জানা গিয়েছে, মৃত মুকেশ বার্নওয়ালের বাড়ি আসানসোল দক্ষিণ থানার ঘুসিক এলাকায় ৷ মাম্পি সিংয়ের বাপের বাড়ি আসানসোল আগুরী পাড়ায় ৷ কয়েকবছর আগে রূপনারায়ণপুরে বিয়ে হয় মাম্পির ৷ তাঁর দুই সন্তান রয়েছে ৷ কিন্তু সাংসারিক অশান্তির কারণে গতবছর বাপের বাড়িতে ফিরে আসেন মাম্পি ৷ সন্তানদের তাঁর স্বামীর কাছেই রেখে এসেছিলেন মাম্পি ৷

গতবছর দুর্গাপুজোর সময়েই মুকেশের সঙ্গে আলাপ হয় তাঁর ৷ সেখান থেকেই প্রেম দু’জনের ৷ অভিযোগ, স্বামীকে ডিভোর্স না-দিয়েই মুকেশের সঙ্গে লিভ-ইন করতে শুরু করেন মাম্পি ৷ দীপাবলির সময় থেকে তাঁরা আসানসোলের উষাগ্রাম গোয়ালাপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ৷ গত শনিবার মুকেশের বাড়িতে ফোন করেন মাম্পি ৷ জানান মুকেশ বিষ খেয়ে আত্মহত্যা করেছে ৷ এরপর পুলিশে খবর দেন তিনি ৷ পুলিশ দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠান ময়নাতদন্তের জন্য ৷

মুকেশকে খুনের অভিযোগে গ্রেফতার মাম্পি

কিন্তু, আত্মহত্যার তত্ত্ব মানতে চায়নি মুকেশের পরিবার ৷ তাঁর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ করেন, মাম্পিই বিষ খাইয়ে মেরেছেন মুকেশকে ৷ তাঁরা অভিযোগ করেছেন, প্রায়শই মাম্পি টাকার জন্য মুকেশকে চাপ দিতেন ৷ মুকেশ ছোট একটি ব্যবসা করতেন ৷ তাঁর পক্ষে মাম্পির সব আবদার মেটানো সম্ভব হচ্ছিল না ৷ তা নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ শনিবার সকালে ভাড়া বাড়িতে মুকেশের নিথর দেহ উদ্ধার হয় ৷ যদিও খুন না আত্মহত্যা তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ ৷ তদন্তকারীরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন ৷ কিন্তু, মুকেশের পরিবারের অভিযোগের ভিত্তিতে মাম্পি সিংকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে দম্পতির রহস্যমৃত্যু, বেডরুম থেকে উদ্ধার হল দেহ

গ্রেফতারের পর অসুস্থ মাম্পি সিং

গত শনিবার বিকেলে আটক করা হয় মাম্পি সিংকে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর জবাব দেওয়ায় গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারির পর অসুস্থ হয়ে পড়েন মাম্পি সিং। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করানো হয় ৷ সোমবার সুস্থ হলে মাম্পিকে আসানসোল আদালতে তোলে পুলিশ ৷ আদালত তাঁকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.