ETV Bharat / state

নেতানেত্রীদের সঙ্গে ছবি, নীল বাতির গাড়ি ব্যবহার; প্রতারণায় অভিযুক্ত ব্যক্তি

author img

By

Published : Jul 28, 2021, 10:55 PM IST

দুর্গাপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল বিদ্যুৎ পোদ্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে । বুধবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় দুর্গাপুর থানায় । পুলিশ তদন্ত শুরু করেছে ।

durgapur
দুর্গাপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে

দুর্গাপুর, 28 জুলাই : দেবাঞ্জনের পরে এবার তাঁর মতোই নীল বাতি গাড়ি সরকারি লোগো ব্যবহার করে যুবক-যুবতীদের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল বিদ্যুৎ পোদ্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে । বুধবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায় । দেবাঞ্জনের পর জেলায় জেলায় পুলিশের হাতে ধরা পড়ছে বিভিন্ন ভুয়ো আধিকারিক । সম্প্রতি দুর্গাপুরেও এমনই এক প্রতারকের নামে অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায় । তাঁর সন্ধানে খোঁজ চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ ।

নীল বাতি গাড়ি নিয়ে সরকারি লোগো ব্যবহার করে বিভিন্ন সরকারি আধিকারিক ও নেতাদের সঙ্গে নিজের ছবি দেখিয়ে প্রতারণার জাল বিছিয়ে দুর্গাপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন বেকার যুবক-যুবতীকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বিদ্যুৎ পোদ্দার । সম্প্রতি তাঁর নামে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুর্গাপুরের বাসিন্দা স্বপ্না চাঁই, রত্নাকর ঝাঁ সহ অন্যরা । অভিযোগকারীদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন বলেও অভিযোগ ।

আরও পড়ুন: দুর্গাপুরে নাইট কার্ফু ভেঙে আটক বহু

দুর্গাপুরের 54 ফুট এলাকায় একটি অফিস বানিয়ে প্রতারণার ছক সাজিয়েছিলেন তিনি । দুর্গাপুরের সেপকো এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকত সে ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের বিশ্বাস অর্জন করে বেকার যুবক-যুবতীদের প্রতারণা করত বলে অভিযোগ । বিভিন্ন হেভিওয়েট নেতা-নেত্রীদের সঙ্গে ছবি তুলে বিদ্যুৎ পোদ্দার নিজের ফেসবুক প্রোফাইলে পোষ্ট করত । আর তা দেখিয়েই নিজেকে প্রভাবশালী বলে পরিচয় দিত । মন্ত্রী সহ বিভিন্ন দলের অনেক হেভিওয়েট নেতাদের সঙ্গে ছবি দেখা যেত বিদ্যুৎ পোদ্দারের । পুলিশ বিদ্যুৎ পোদ্দারের খোঁজে তল্লাশি শুরু করেছে । ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, বিদ্যুৎ পোদ্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি । পুলিশ তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.