ETV Bharat / state

মুমূর্ষু মহিলার পাশে রেড ভলান্টিয়ার্স, পুলিশ-পৌরসভার সহযোগিতায় ভর্তি হাসপাতালে

author img

By

Published : May 28, 2021, 3:44 PM IST

WB_NAD_02_RANAGHAT_READ_VOLENTIRE_WB10029
মুমূর্ষু মহিলার পাশে রেড ভলান্টিয়ার্স, পুলিশ-পৌরসভার সহযোগিতায় ভর্তি হাসপাতালে

মুমূর্ষু মহিলার পাশে রেড ভলান্টিয়ার্স ৷ পুলিশ-পৌরসভার সহযোগিতায় ভর্তি হাসপাতালে ৷ নদিয়ার রানাঘাটের ঘটনা ৷ রানাঘাট চৌরঙ্গী মোড়ের কাছে রাস্তার ধারে একটি সিমেন্টের স্ল্যাবের উপর পড়ে ছিলেন এক মহিলা ৷ রেড ভলান্টিয়ার্সের সদস্যদের উদ্যোগে এবং রানাঘাট থানার পুলিশ ও রানাঘাট পৌরসভার সহযোগিতায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷

রানাঘাট, 28 মে : কার্যত লকডাউনের রাজ্যে মুমূর্ষু মহিলার পাশে দাঁড়ালেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা ৷ পৌরসভা ও পুলিশের সহযোগিতায় অজানা, অচেনা আর্তকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ভর্তি করালেন হাসপাতালে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট চৌরঙ্গী মোড়ের কাছে রাস্তার ধারে একটি সিমেন্টের স্ল্যাবের উপর পড়ে ছিলেন এক মহিলা ৷ সংজ্ঞাহীন অবস্থায় দীর্ঘক্ষণ সেখানেই পড়ে থাকেন তিনি ৷ কোনওভাবে সেই খবর পৌঁছয় রেড ভলান্টিয়ার্সের কাছে ৷ তাদের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছন সায়ন্তন, প্রীতম ও শিল্পী ৷ এরপর তাঁরাই ফোন করে পুলিশকে ডাকেন ৷ সহযোগিতা চাওয়া হয় রানাঘাট পৌরসভার কাছ থেকেও ৷ এগিয়ে আসে সকলেই ৷

আরও পড়ুন : কর্মহীন দুঃস্থ পরিবারের পাশে ব্লক প্রশাসন, সাহায্য ব্যবসায়ী সমিতি, তৃণমূলেরও

ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ ৷ রানাঘাট পৌরসভার পক্ষ থেকে তড়িঘড়ি একটি অ্য়াম্বুল্য়ান্সও পাঠানো হয় ৷ এরপর সংজ্ঞাহীন ওই মহিলাকে অ্যাম্বুল্যান্সে তুলে দেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা ৷ পুলিশের তত্ত্বাবধানে অজ্ঞাতপরিচয় ওই মহিলাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ পুলিশের পক্ষ থেকে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.