ETV Bharat / state

Death due to Storm : ঝড়ের বলি আরও 1, কৃষ্ণনগরে গাছ ভেঙে পড়ে মৃত প্রৌঢ়

author img

By

Published : Apr 30, 2022, 9:32 AM IST

Updated : Apr 30, 2022, 11:16 AM IST

প্রচণ্ড গরমের পরে শুক্রবার বিকেল থেকে রাজ্যের অধিকাংশ জেলাতে শুরু হয় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি ৷ নদিয়ার কৃষ্ণনগরেও তার অন্যথা হয়নি ৷ কৃষ্ণনগর কোতোয়ালি থানার হাইরোড সংলগ্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছিল ঝোড়ো হাওয়া ৷ তার দাপটে রবীন্দ্রনাথ প্রামাণিক নামে এক ব্যক্তির উপর আচমকা একটা গাছ ভেঙে পড়ে ৷ আর তাতেই মৃত্যু হয় তাঁর (Death due to Storm in Krishnanagar) ৷

Krishnanagar News
ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে মৃত্যু

কৃষ্ণনগর, 30 এপ্রিল : ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার হাই রোড সংলগ্ন এলাকায় (Death due to Storm in Krishnanagar) ৷

সূত্রের খবর, কৃষ্ণনগর বিডিও অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই থাকতেন রবীন্দ্রনাথ প্রামাণিক নামে এক ব্যক্তি । বয়স প্রায় 55 বছর । পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী । দীর্ঘদিন প্রাণীসম্পদ দফতরে কাজ করেছেন । তবে গান-বাজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ।

ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানও করেছেন তিনি । গতকাল কৃষ্ণনগরে একটি অনুষ্ঠান ছিল । কিন্তু বিকেল থেকে আবহাওয়ার রং পাল্টায় । মেঘাচ্ছন্ন হয়ে ওঠে আকাশ । ঝোড়ো হাওয়া শুরু হয় । এলাকাবাসী বারবার তাঁকে অনুষ্ঠানে যেতে মানা করেছিলেন । কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি ।

কৃষ্ণনগরে গাছ ভেঙে পড়ে মৃত প্রৌঢ়

আরও পড়ুন : Student Died : মরশুমের প্রথম কালবৈশাখী, বলি 1

বাইপাস দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন ঝোড়ো হাওয়ার দাপটে একটি গাছ হঠাৎই তাঁর উপর পড়ে যায় । তড়িঘড়ি এলাকাবাসী ওই ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ । মৃতদেহটি ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠানো হয়েছে ।

Last Updated : Apr 30, 2022, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.