ETV Bharat / state

Domkal Accident : ডোমকলে যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 5

author img

By

Published : Apr 24, 2022, 1:00 PM IST

ডোমকলে বাস ও লরির মুখোমুখি ধাক্কায় মৃত্য়ু হল একজনের ৷ আহত হয়েছেন পাঁচজন (accident at Domkal) ৷ ঘটনাটি ডোমকল থানার হারুরপাড়া মাঠ এলাকার ৷

Domkal Accident
ডোমকলে বাস ও ছোট লরির মুখোমুখি ধাক্কা

মুর্শিদাবাদ, 24 এপ্রিল: যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্য়ু হল একজনের ৷ আহত হয়েছেন পাঁচজন (accident at Domkal) । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার হারুরপাড়া মাঠ এলাকায় ৷

জানা গিয়েছে, এদিন বেসরকারি ওই যাত্রীবোঝাই বাসটি জলঙ্গি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল ৷ তখনই অপর দিক থেকে একটি ছোট লরি হারুরপাড়া মাঠ এলাকা দিয়ে তীব্র গতিতে আসছিল ৷ অত্য়ধিক গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ছোট লরির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনার পর মৃত্যু হয় ছোট লরি চালকের ৷ আহত হন আরও 5 জন ।

আরও পড়ুন : Ambulance Accidnt In South 24 pargana : সাইকেল আরোহীকে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত 1 এবং আহত 2

ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় ৷ আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য । সেখানে সকলের প্রাথমিক চিকিৎসা করা হয় ৷ ছোট লরির খালাসির অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । স্থানীয়দের অভিযোগ, রাস্তা ছোট হওয়ার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.