ETV Bharat / state

আল কায়দা জঙ্গি সন্দেহে আটক , ভুল বুঝে ছেড়ে দিল এনআইএ

author img

By

Published : Dec 22, 2020, 1:55 PM IST

গত দু'মাসে জলঙ্গি, ডোমকল থানা এলাকা থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে সাতজনকে ও কেরালার এর্নাকুলাম থেকে চারজন-সহ মোট এগারো জনকে গ্রেপ্তার করে এনআইএ । সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা । অনেকদিন ধরেই ওই চক্রের সক্রিয় সদস্য মুন্না আনসারির খোঁজে ছিল এনআইএ । তারপর গতকাল তার ঘনিষ্ঠ মোশারফ মণ্ডল ও আকবর আলির বাড়িতে তল্লাশি চালায় এনআইএ ।

Murshidabad
ছবিটি প্রতীকী

জলঙ্গি, 22 ডিসেম্বর : আল কায়েদা জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করায় উত্তেজনা ছড়াল জলঙ্গি থানার নাদেরের পাড়ায় । রাতভর ওই যুবককে বিএসএফ ক্যাম্পে আটকে রাখা হয় । যদিও, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয় । পরে জানা যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ওই গ্রামের বাসিন্দা মুন্না আনসারি ওরফে নিউটনের খোঁজে এসেছিল । কিন্তু মুন্না আনসারি নিখোঁজ থাকায় তার ঘনিষ্ঠ মোশারফ মণ্ডল ও আকবর আলির বাড়িতে তল্লাশি চালায় এনআইএ । রাতেই মোশারফ মণ্ডলকে বিএসএফ ক্যাম্পে তুলে নিয়ে যাওয়া হয় ।

গত দু'মাসে জলঙ্গি, ডোমকল থানা এলাকা থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে সাতজনকে ও কেরালার এর্নাকুলাম থেকে চারজন-সহ মোট এগারো জনকে গ্রেপ্তার করে এনআইএ । সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা । ওই চক্রের সক্রিয় সদস্য মুন্না আনসারি তখন থেকেই তদন্তকারী সংস্থার নজরে রয়েছে । কিন্তু মুন্নাকে এখনও নিজেদের হেপাজতে নিতে পারেনি এনআইএ । এরপর মুন্না ঘনিষ্ঠ মোশারফ মণ্ডলের হদিস মেলায় সোমবার রাত বারোটা নাগাদ বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে মোশারফ মণ্ডলের বাড়ি তল্লাশি চালায় এনআইএ । যদিও বাড়ি তল্লাশি করার পর সন্দেহজনক কিছু মেলেনি । পরে তল্লাশি চালানো হয় আকবর আলির বাড়িতেও ।

আরও পড়ুন , রামপুরহাটে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার


এরপর এনআইএ জিজ্ঞাসাবাদের জন্য মোশারফ মণ্ডলকে বিএসএফ ক্যাম্পে তুলে নিয়ে যায় । রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে আজ সকালেই তাকে ছেড়ে দেওয়া হয় । মোশরফের পরিবারের দাবি, মুন্না আনসারির সঙ্গে তাদের পরিবারের কোনওকালেই যোগাযোগ ছিল না । কয়েকদিন আগে একটা মেয়েকে লুকিয়ে বিয়ে করে মুন্না । তারপর থেকে গ্রামছাড়া মুন্না । এখনও পর্যন্ত মুন্নার কোনও খবর মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.