ETV Bharat / state

India-Bangladesh Cycle Rally: সম্প্রীতির বার্তা নিয়ে ভারত-বাংলাদেশ সদ্ভাবনা সাইকেল র‍্যালি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 4:27 PM IST

India-Bangladesh Cycle Rally at Murshidabad: ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে এবং শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে ভারত-বাংলাদেশ সদ্ভাবনা সাইকেল র‍্যালি কলকাতা থেকে শুরু হয়েছে ৷ 60 সদস্য অংশ নিয়েছেন এই সাইকেল যাত্রায় । মহাত্মা গান্ধির জন্মদিনে বাংলাদেশের নোয়াখালির গান্ধি আশ্রমে আন্তর্জাতিক যুব সম্মেলন হবে ৷ সেখানেও থাকবেন এই ব়্যালিতে অংশগ্রহণকারী সদস্যরা ৷

India-Bangladesh Cycle Rally
India-Bangladesh Cycle Rally

সম্প্রীতির বার্তা নিয়ে ভারত-বাংলাদেশ সদ্ভাবনা সাইকেল র‍্যালি

মুর্শিদাবাদ, 20 সেপ্টেম্বর: শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এবং ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে কলকাতা থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ সদ্ভাবনা সাইকেল র‍্যালি । গত শুক্রবার কলকাতার গান্ধি ভবন থেকে এই সাইকেল যাত্রা শুরু হয় । মঙ্গলবার সন্ধ্যায় সাইকেল র‍্যালিটি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৌছয় । দেশের বিভিন্ন প্রদেশ থেকে 14 জন যুবতী-সহ মোট 60 সদস্য সাইকেল যাত্রায় অংশ নিয়েছেন । মালদা থেকে এই সংখ্যা বেড়ে হবে একশো ।

দুই দেশের সদস্য ছাড়া আমেরিকা ও ইংল্যান্ডেরও দুই সদস্য রয়েছেন এই দলে । সামশেরগঞ্জ থানার পক্ষ হতে তাঁদের অভ্যর্থনা জানানো হয় । দলটি নতুন ডাকবাংলার পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয় । ফরাক্কায় রাত্রিবাসের পর বুধবার সকালে আবারও মালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দলটি । 22 সেপ্টেম্বর মালদার মেহেদিপুর বর্ডার দিয়ে বৈধভাবেই বাংলাদেশ ঢুকবে এই দল ।

India-Bangladesh Cycle Rally
ভারত-বাংলাদেশ সদ্ভাবনা সাইকেল র‍্যালি

ফরাক্কায় তাঁদের রাত্রিবাস করার কথা । আগামী শুক্রবার মালদহের মেহেদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন ভারত-বাংলাদেশ সদ্ভাবনা সাইকেল র‍্যালির সদস্যরা । আগামী 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন উপলক্ষে বাংলাদেশের নোয়াখালির গান্ধি আশ্রমে আন্তর্জাতিক যুব সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ সম্মেলনে 11টি দেশের সদস্যরা অংশ গ্রহণ করবেন । এই দলটিও জনসাধারণকে শান্তির বার্তা দিতে সাইকেল যাত্রার মাধ্যমে সেখানে সামিল হবেন । প্রায় দু’সপ্তাহ ধরে দীর্ঘ প্রায় 475 কিলোমিটার পথ পরিক্রমা করে বাংলাদেশে যাত্রা সমাপ্ত করবে । সেখানে তিনদিনের বিশেষ কর্মশালায় অংশ গ্রহণ করবেন তাঁরা ।

র‍্যালির সদস্য মহারাষ্ট্রের সন্তোষ শর্মা বলেন, ‘‘আমাদের উদ্দেশ্যে সমগ্র পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক । সেই উদ্দেশ্যে বিভিন্ন দেশের পাশাপাশি আমরাও বাংলাদেশে যাচ্ছি । দুই দেশের মধ্যে সম্প্রীতি স্থাপনে সদ্ভাবনা র‍্যালি প্রভাব ফেলেছে । নোয়াখালিতে অনুষ্ঠিত গান্ধি জন্মজয়ন্তীতে এই র‍্যালির সদস্যরা তাঁদের উদ্দেশ্যও বার্তা তুলে ধরবেন ।’’

আরও পড়ুন: ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী গড়ে তুলতে একটি সাইকেল র‍্যালি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.