ETV Bharat / state

Flood Relief Corruption in Malda: বন্যাত্রাণ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা, আইওয়াশ বলে কটাক্ষ বিরোধীদের

author img

By

Published : Jan 2, 2023, 7:18 PM IST

পঞ্চায়েত ভোটের আগে 2017 সালের বন্যাত্রাণ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের নেতা (TMC Leader Accused of Flood Relief Corruption Arrested Ahead of Panchayat Polls) ৷ মালদা হরিশচন্দ্রপুর 1 ব্লকের ঘটনায় পুরো বিষয়টিকে লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিরোধীরা ৷ তাদের দাবি, দুর্নীতি মামলায় আসল মাথাদের বাঁচাতে চুনোপুঁটিদের গ্রেফতার করা হচ্ছে ৷

TMC Leader Accused of Flood Relief Corruption Arrested ETV BHARAT
ভোটের আগে ধৃত বন্যাত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা

বন্যাত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারি আই ওয়াশ

মালদা, 2 জানুয়ারি: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তারপরেই যেন অতি তৎপর হয়ে উঠেছে মালদার পুলিশ প্রশাসন ৷ অন্তত হরিশ্চন্দ্রপুরে তারই প্রমাণ মিলেছে ৷ বন্যা ত্রাণে দুর্নীতির দায়ে অভিযুক্ত এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (TMC Leader Accused of Flood Relief Corruption Arrested Ahead of Panchayat Polls) ৷ অথচ এই নেতাকে নাকি এতদিন খুঁজেই পাওয়া যাচ্ছিল না ৷ ধৃতের নাম রাশেদ পারভেজ ওরফে রাজা ৷

এই বিষযটিকে নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷ বিরোধীদের দাবি, বন্যা ত্রাণে দুর্নীতিতে চুনোপুঁটিদের গ্রেফতার করে রাঘববোয়ালদের আড়াল করা হচ্ছে ৷ যদিও তৃণমূলের বক্তব্য, আইন আইনের পথেই চলবে ৷ অপরাধীদের কোনও রেয়াত করা হবে না ৷

2017 সালে বন্যায় বিধ্বস্ত হয়েছিল উত্তর মালদার বিস্তীর্ণ এলাকা ৷ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল বরুই গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ রাজ্য সরকার বন্যার্তদের সাহায্যে প্রচুর অর্থ বরাদ্দ করেছিল ৷ কিন্তু, সেই বন্যা ত্রাণের কোটি কোটি টাকায় দুর্নীতির অভিযোগ ওঠে ৷ শুধুমাত্র বরুই গ্রাম পঞ্চায়েত এলাকাতেই 76 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তোলে বিরোধীরা ৷ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে সেই দুর্নীতির পরিমাণ ছিল প্রায় সাড়ে 3 কোটি টাকা ৷

এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছিল ৷ আদালতে দুর্নীতির সত্যতা প্রমাণিত হয়ে যায় ৷ আদালতের নির্দেশেই বিডিও অনির্বাণ বসু বেশ কয়েকজন তৃণমূল নেতা-নেত্রীর নামে হরিশ্চন্দ্রপুর থানায় মামলা দায়ের করেন ৷ তার মধ্যে নাম ছিল পঞ্চায়েত সমিতির তৎকালীন পূর্ত কর্মাধ্যক্ষ জয়শ্রী কর্মকার (বর্তমানে তিনি আবার তৃণমূলের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর সাংগঠনিক ব্লকের মহিলা সংগঠনের সভানেত্রী), তাঁর স্বামী বাপি পালের সঙ্গে বরুই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর গ্রামের বাসিন্দা রাশেদ পারভেজেরও নাম ছিল ৷ জয়শ্রী ও বাপি পুলিশের খাতায় এখনও পলাতক ৷ যদিও, তাঁদের দু’জনকেই এলাকায় প্রকাশ্য সভায় দেখা যাচ্ছে ৷ তবে, শেষ পর্যন্ত রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ ৷

তবে, শুধু রাশেদকে গ্রেফতার করলেই হবে না বলে জানিয়েছে বিরোধীরা ৷ ফরওয়ার্ড ব্লকের সম্পাদকমণ্ডলীর সদস্য অজিত সাহার বক্তব্য, “রাজার মতো চুনোপুঁটিকে ধরে কোনও লাভ হবে না ৷ ধরতে হবে জয়শ্রী কর্মকার, বাপি পালদের ৷ ওরা মঞ্চে দলীয় নেতাদের সঙ্গে বসে থাকছে ৷ মঞ্চে ভাষণ দিচ্ছে ৷ অথচ পুলিশ নাকি ওদের খুঁজে পাচ্ছে না ৷ আসলে পুলিশ প্রশাসনই ওদের মদত দিচ্ছে ৷ পুলিশ প্রশাসনের এখন তৃণমূলের পতাকাটা ধরতেই বাকি আছে ৷’’

আরও পড়ুন: পঞ্চায়েত দফতর থেকে নথি পাচারের অভিযোগ চাঁচলে

বিজেপির জেলা কমিটির সদস্য কিষান কেডিয়া বলছেন, ‘‘2017 সালে হরিশ্চন্দ্রপুর জুড়ে ভয়ঙ্কর বন্যা হয়েছিল ৷ 2019 সালে রাজ্য সরকারের তরফে বন্যা ত্রাণের টাকা দেওয়া হয়েছিল ৷ সেই বছরেই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও থানায় দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন ৷ তার প্রেক্ষিতে বেশ কয়েকজনের নামে পুলিশ এফআইআর করে ৷ অথচ এতদিন পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি ৷ আজ যাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনি একজন চুনোপুঁটি ৷ এই মামলায় অভিযুক্ত জয়শ্রী কর্মকার, বাপি পালদের গ্রেফতার করা হলে পুরো দুর্নীতিটা সামনে বেরিয়ে আসবে ৷ কিন্তু, শাসকদলের নেতা-নেত্রী হওয়ায় তাঁদের গ্রেফতার করা হচ্ছে না ৷ পুলিশের মদতে বাপির নামে রেশনের ডিলারশিপ হয়েছে ৷ পুলিশ বলছে, বাপি-জয়শ্রী পলাতক ৷ অথচ তাঁরা মঞ্চে ভাষণ দিচ্ছেন ৷ আসলে তৃণমূলের নেতাদের চাপেই পুলিশ এদের গ্রেফতার করতে পারছে না ৷’’

এনিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “প্রশাসনের কাছে যে রিপোর্ট আসে, তা খতিয়ে দেখে কাউকে গ্রেফতার করা হয় ৷ অনেক সময় আবার হাইকোর্টের নির্দেশও আসে ৷ বন্যাত্রাণ নিয়ে যাঁরা দুর্নীতি করেছেন, তাঁরা গ্রেফতার হবেই ৷ দল করা মানে মানুষের সেবা করা ৷ যে দুর্নীতি করবে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে ৷ যে দু’জন ঘুরে বেড়াচ্ছে বলে কথা উঠছে, তাঁদের খোঁজেও পুলিশ তল্লাশি করছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.