ETV Bharat / state

Vande Bharat Express: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

author img

By

Published : Jan 2, 2023, 11:00 PM IST

সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ কুমারগঞ্জ স্টেশনের কাছে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে (stone pelting in NJP Howrah Vande Bharat Express) ৷

ETV Bharat
বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর

মালদা, 2 জানুয়ারি: যাত্রা শুরুর পর থেকেই বিপত্তি ৷ রবিবার যাত্রা শুরুর প্রথম দিনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) খাবারের মান-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ আর দ্বিতীয় দিন দেশের সবচেয়ে দ্রুতগামী এই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটল ৷

জানা গিয়েছে, সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাওয়ার সময় উত্তর-পূর্ব সীমান্ত রেলের কুমারগঞ্জ স্টেশনের কাছে এই ঘটনা ঘটে ৷ রেলের তরফে এনিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, এদিন নির্ধারিত সময়েই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয় হাওড়াগামী 22302 নম্বর বন্দে ভারত এক্সপ্রেস৷ ট্রেনটি কুমারগঞ্জ স্টেশনের কাছে পৌঁছলে বাইরে থেকে কেউ বা কারা ট্রেনটি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে (stone pelting in NJP Howrah Vande Bharat Express) ৷

আরও পড়ুন: বাংলায় বন্দে ভারতের পরিষেবায় না-খুশ যাত্রীরা, উঠছে ভূরি ভূরি অভিযোগ

পাথরের আঘাতে ট্রেনটির 13 নম্বর কোচের কাচের দরজা ক্ষতিগ্রস্ত হয় ৷ যদিও এর জন্য ট্রেনের নির্ধারিত টাইম টেবিলে কোনও প্রভাব পড়েনি ৷ নির্দিষ্ট সময়েই ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছোয়৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও সব্যসাচী দে বলেন, “ঘটনাটি আমাদের নজরে আসার পরেই আমরা তদন্ত শুরু করেছি ৷ স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করা হচ্ছে ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমরা খোঁজ নিচ্ছি ৷”

উল্লেখ্য, 30 ডিসেম্বর ভার্চুয়ালি এরাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে যাত্রী পরিষেবা শুরু হয় এই ট্রেনে ৷ প্রথম দিনেই হাওড়া থেকে এনজেপিগামী বন্দে ভারতে একাধিক পরিষেবার বিরুদ্ধে অভিযোগ তোলেন যাত্রীরা ৷ খাবারের মান থেকে শৌচাগারের অবস্থা, কামরায় উটকো লোকের উঠে যাওয়ার মতো অভিযোগ ওঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.