মালদা, 22 ডিসেম্বর: ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ মালদায় । বৃহস্পতিবার প্রকাশ্য সভাতেই গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতাকে ঘেরাও করে বিক্ষোভ(Protest Surround TMC Leader on Allegations of Corruption in Awas Yojana)। প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ যাওয়ার ঘটনা মেনে নিয়েছেন ওই তৃণমূল নেতাও । দ্রুত প্রকৃত উপভোক্তাদের ঘর না দেওয়া হলে পঞ্চায়েত সদস্যকে জুতোর মালা পড়িয়ে ঘোরানোর হুঁশিয়ারি উপভোক্তাদের ।
বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিএম জুনিয়র হাইস্কুলে বসেছিল গ্রাম্য সভা । উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিসবা খাতুনের স্বামী তথা তৃণমূল নেতা আফজাল হোসেন । প্রকাশ্য সভাতেই ওই তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীর একাংশ । তাঁদের অভিযোগ, আবাস যোজনার তালিকায় দুর্নীতি হয়েছে । প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । যাদের পাকা বাড়ি রয়েছে তাঁদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় । কাটমানি না দিতে পারায় তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের নাম বাতিল করা হয়েছে ।
আরও পড়ুন : আবাস যোজনায় সরকারি ঘর না-পাওয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ
এই বিষয়ে এক বিক্ষোভকারী ঝর্ণা দাস বলেন, "আমাদের বাড়িতে গিয়ে দেখুন কী অবস্থা । অথচ আমাদের বাড়িতে সার্ভে না করেই আমাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে । ফর্ম জমা দেওয়ার সময় আমরা 200-300 টাকা করে পঞ্চায়েত সদস্যকে দিয়েছি । তরপরেও আমাদের নাম আসেনি । আশেপাশে নলকূপ-শৌচালয় সব দেওয়া হয়েছে । কিন্তু আমাদের কিছুই দেওয়া হয়নি । কেউ সার্ভেও করতে আসেনি । আমরা কাটমানি না দেওয়ায় আমাদের নাম বাতিল করা হয়েছে । যাদের দোতলা পাকা বাড়ি রয়েছে, তাদের নাম আছে আবাস যোজনার তালিকায় । আমরা কি 3 লক্ষ টাকা ঘুষ দেওয়ার পর 1 লক্ষ টাকা পাব ? বাধ্য হয়ে আমরা প্রধানের স্বামীকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছি । দ্রুত আমাদের আবাস যোজনার ব্যবস্থা না করা হলে ভবিষ্যতে আমরা পঞ্চায়েত সদস্যের গলায় জুতোর মালা পড়িয়ে ঘোরাব ।"
পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আফজাল হোসেন জানান, এই এলাকায় অনেক গরীব লোক রয়েছেন । আবাস যোজনার তালিকা থেকে এরকম অনেক লোকের নাম বাদ পড়েছে । বিষয়টি আমরা বিডিওকে জানাব । যা শুনতে পাচ্ছি, সার্ভের সময় তালিকা থেকে নাম বদ পড়েছে এই মহিলাদের । যাদের নাম বাদ পড়েছে তাঁরা প্রত্যেকেই আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য । এই নিয়ে বিডিওকে ফের সার্ভে করার অনুরোধ জানাব ।
আরও পড়ুন : পাওনা টাকা চাইতে গেলে মহিলাকে মারধর ! অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য